দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লতা মাঙ্গেশকরের বাড়িতে করোনা হানা দিয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডের ওপর প্রভুকুঞ্জ বহুতল সিল করে দেন পৌরকর্মীরা। এই আবাসনেই থাকেন লতা মাঙ্গেশকর। ওই আবাসনে পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে, লতা ও তাঁর পরিবার সুস্থ ও নিরাপদ আছেন।
লতা মাঙ্গেশকরের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, “প্রভুকুঞ্জ সিল করা হয়েছে কি না, তা জানতে আমাদের কাছে ফোন কলের বন্যা বয়ে গিয়েছে। আমরা জানাতে চাই, আবাসনের সোসাইটি ও কর্তৃপক্ষ মিলে বিল্ডিং সিল করে দিয়েছে। আমাদের আবাসনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা বাধ্যতামূলক।”
আরও বলা হয়েছে, “আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনও অপপ্রচারকে গুরুত্ব দেবেন না। কোনোপ্রকার প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন।”
লতা মাঙ্গেশকরের বাড়িতে করোনা, বিল্ডিং সিল

