দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০১৬ সালে বলিউড নির্মাতা গৌরি সিন্ধের পরিচালনায় মুক্তি পায় ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমাটি। এতে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন শাহরুখ খান-আলিয়া ভাট জুটি। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মন কেড়েছে তারা। এবার জানা গেল, দীর্ঘ চার বছর পর ফের জুটি বাঁধতে যাচ্ছেন শাহরুখ-আলিয়া। এদিকে দীর্ঘ বিরতি কাটিয়ে বলিউডে কামব্যাক করছেন বলিউড বাদশা।
এবার জানা গিয়েছে, শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। দেখা যাবে শাহরুখকেও। সিনেমাটি হবে নারী কেন্দ্রিক।
এই সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের শুরুর দিকে। যদিও সিনেমাটির পরিচালকের নাম জানা যায়নি। শোনা যাচ্ছে, খুব শিগগিরই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা সংস্থা রেড চিলিজ।
সম্প্রতি শোনা গিয়েছিলো, পরিচালক রাজকুমার হিরানির সিনেমা দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। তবে সিনেমাটির শুটিং এখনই শুরু হচ্ছে না। তাই তার আগে অন্য একটি সিনেমাতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই সুপারস্টার।
ফের শাহরুখ-আলিয়ার জুটি

