দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড তারকারা স্টারডম আর উন্নত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পরে। আর সেগুলোই যখন হারিয়ে যেতে থাকে, তখন বাস্তবটাকে মেনে নেওয়া হয়ে ওঠে খুব কঠিন। এমনই এক বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছিলো বলিউড অভিনেতা ববি দেওলকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল জানিয়েছেন, “আমি একসময় অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। তখন নিজের উপরই আমার করুণা হতো। বক্স অফিসের ব্যর্থতা সইতে না পেরে একসময় নেশাকেই বেছে নিয়েছিলাম সঙ্গী হিসেবে। সে সময় নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছিলাম। হয়তো আরও তলিয়ে যেতাম, যদি না নিজেই নিজের হাল টেনে ধরতাম।”
ববি আরও বলেন, “স্ত্রী তন্যা ও দুই সন্তানের কথা ভেবে নিজেকে বোঝাতে শুরু করলাম। নিজের চেষ্টায়তেই ফিরে আসতে পেরেছি স্বাভাবিক জীবনে। আবার জিমে গিয়ে শরীর চর্চা শুরু করি এবং ইন্ডাস্ট্রিতে ফের কাজের ব্যাপারে আলোচনা শুরু করি। এমনকি একটা সময় আমার হাতে ধীরে ধীরে কাজ আসতেও শুরু করে।”
ববি দেওলকে সবশেষ দেখা গিয়েছে ‘ক্লাস অফ ৮৩’ সিনেমাতে। এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এছাড়াও বর্তমানে ‘আশ্রম’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেতা।
বক্স অফিসের ব্যর্থতা সইতে না পেরে নেশাকেই বেছে নিয়েছিলাম: ববি দেওল

