দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গল্প থেকে গান চুরির অভিযোগ নতুন নয়। আগেও ঘটেছে এ ধরনের ঘটনা। তবে এবার গল্প চুরির অভিযোগ উঠলো দক্ষিনী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সিনেমার নির্মাতাদের দিকে আঙ্গুল তুলেছেন সাহিত্যিক ভেম্পল্লি গঙ্গাধর।
ভেম্পলি গঙ্গাধরের অভিযোগ, তার লেখা ‘তামিল কুলি’র সঙ্গে হুবহু মিলে গিয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমার প্লট। তবে এ নিয়ে আইনি পথে হাঁটতে চাইছেন না তিনি। শুধুমাত্র সকলকে জানানোর উদ্দেশ্যেই এমন ঘোষণা দিয়েছেন বলে তিনি জানান।
তার কথায়, মুক্তি অপেক্ষায় থাকা ‘পুষ্পা’ সিনেমার গল্প ও তার লেখা বহু বছর আগে প্রকাশিত বইয়ের গল্প এক। পাশাপাশি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশকিছু ছবিও শেয়ার করেছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনও সিনেমার নির্মাতাদের কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
নির্মাতা সুকুমারের পরিচালনায় নির্মিত হয়েছে ‘পুষ্পা’ সিনেমাটি। এতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে রাশমিকা মন্দনাকে। আছেন প্রকাশ রাজ ও জগপথি বাবু। চলতি বছরের দীপাবলিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিলো। তবে বর্তমান সঙ্কটের কথা বিবেচনায় সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
গল্প চুরির অভিযোগ এবার আল্লু অর্জুনের সিনেমার উপর

