দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বহুবার বহুরকম ভাবে বিতর্কের স্বীকার হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে সুশান্তের মৃত্যুর পর থেকে বিতর্ক আর অভিযোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না সুলতানের। অনেকেই তার দিকে আঙ্গুল তুলেছেন। এমনকি নেটদুনিয়ায় অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। সেই উদ্দেশ্যই এবার তাকে বয়কটের হুমকিও দেওয়া হচ্ছে। ফলে জনপ্রিয় ও বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুশান্তের মৃত্যুর বিচার দাবিতে যখন উত্তাল গোটা দেশ, ঠিক সেই মুহুর্তে রিয়্যালিটি শো ‘বিগ বস’র শুটিংয়ে অংশ নিয়েছেন সালমান খান। শোনা যাচ্ছে, এই শোয়ের সঞ্চালক হিসেবে দর্শকরা সালমান খানকে দেখতে চাইছেন না। এমনকি তার গ্রহনযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা সুশান্তের মৃত্যুতে অনেককিছুই বদলে গিয়েছে।
‘বিগ বস ১৪’ স্থগিত রাখার আরেকটি বড় কারণ হলো, এই রিয়্যালিটি শোয়ের সঙ্গে বেশকিছু চীনা সংস্থা যুক্ত ছিলো। তবে বর্তমান পরিস্থিতিতে তারা এই শো স্পন্সর করতে পারছে না। তাই নতুন করে স্পন্সরের খোঁজ করতে হচ্ছে নির্মাতাদের। শুধু তাই নয়, ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ আইপিএলের সঙ্গে শো’টি সম্প্রচার করতে নারাজ কতৃপক্ষ।
সালমান খানকে বয়কটের ডাক, ‘বিগ বস ১৪’ স্থগিত

