

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী ও রিতেশ পত্নী জেনেলিয়া ডিসুজা। তবে আপাতত পুরোপুরি সুস্থ আছেন তিনি। টানা ২১ দিন কোয়ারান্টাইনেের পর্ব কাটিয়ে সম্প্রতি পরিবারের কাছে ফিরেছেন অভিনেত্রী। কিন্তু তিনি তা আগেই জানাননি।
শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্তের খবর প্রথম প্রকাশ্যে আনেন জেনেলিয়া ডিসুজা। জানা গেছে, শনিবারই নায়িকার করোনা নেগেটিভ আসে। যদিও কোভিড-১৯ এর কোনো উপসর্গ ছিল না তার।
নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে জেনেলিয়া ডিসুজা লিখেছেন, “২১ দিন আগে করোনা পজিটিভ আসায় আইসোলেশনে যেতে বাধ্য হয়েছিলাম আমি। সেই দিন গুলো আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। তবে ঈশ্বরের অসীম মহিমায় আজ আমার করোনা নেগেটিভ এসেছে।”
আক্রান্ত হওয়ার পরের সেই অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন, “কোনো গ্যাজেট, ইন্টারনেট কিংবা ডিজিটাল ডিজিটাল দুনিয়া কখনোই মানুষের একাকীত্বের যন্ত্রনাকে ভুলিয়ে দিতে পারে না। এতদিন পর নিজের পরিবারের কাজে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত।”