

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা আবহে একের পর এক সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারকারা। এমন দুর্দিনে বলিউড অভিনেতা সোনু সুদ ও অক্ষয় কুমার অসহায়দের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। এ তালিকায় পিছিয়ে নেই টলিগঞ্জের তারকারাও। একের পর এক দৃষ্টান্ত স্থাপন করছেন দেব, পাশে দাঁড়িয়েছেন বহু অসহায় মানুষের। ঠিক একইভাবে কাজ করছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
অসুস্থ অবস্থায় এক বৃদ্ধ শহরের শেক্সপিয়ার সরণীতে পড়েছিলেন। সম্প্রতি ওই অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছিলেন মিমি চক্রবর্তী। নায়িকার চেষ্টায় সেই বৃদ্ধকে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। আর সেখানেই তার চিকিৎসা শুরু হয়।
খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বৃদ্ধটির বাড়ির লোকজন হাসপাতালে তার সঙ্গে দেখা করতে আসেন। তারপর জানা যায়, বৃদ্ধটির নাম কুমুদ শীল। রানাঘাটের বাসিন্দা তিনি। গত তিনমাস ধরে নিরুদ্দেশ ছিলেন। বর্তমান সঙ্কটের জেরে পেনশন তুলতে গিয়ে হারিয়ে যান তিনি। আপাতত পরিবারের সঙ্গে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন কুমুদ শীল। তাদের ফিরে যাওয়ার সমস্ত খরচ ও ব্যবস্থা করে দেন মিমি চক্রবর্তী।