দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন সইফ আলী খান ও অর্জুন কাপুর। সম্প্রতি এমন তথ্যই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা টিপস ফিল্মস অ্যান্ড মিউজিক। বলিউড পরিচালক পবন কিরপালনী নির্মান করতে যাচ্ছেন ‘ভূত পুলিশ’। হরর কমেডি ধাঁচের হবে এই সিনেমাটি। ২০১৯ সালের এপ্রিলে এই সিনেমার ঘোষণা দেওয়া হলেও, তখন ছবিটি শুটিং ফ্লোরে গড়ায়নি।
তবে বর্তমানে সিনেমাটি সম্পর্কে পবন কিরপালনী জানান,”দীর্ঘদিন ধরেই এমন একটি সিনেমা তৈরীর পরিকল্পনা করছিলাম। অবশেষে সেই সুযোগটা পেয়েছি। এই সিনেমাতে সইফ ও অর্জুনকে একসঙ্গে পেয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত। তারা দু’জনেই নিজের জায়গা থেকে সেরা। আশা করছি, এই সিনেমার থ্রিল প্রতি মুহুর্তে উপভোগ করবেন দর্শকরা।”
জানা গিয়েছে, ‘ভূত পুলিশ’ সিনেমাতে ভূত তাড়ানোর ওঝার চরিত্রে দেখা যাবে সইফ ও অর্জুনকে। চলতি বছরের গোড়ার দিকে শুরু হবে সিনেমার শুটিং। তবে শুরুতে এই সিনেমায় সাইফ আলী খান, আলী ফজল ও ফাতিমা সানা শেখের অভিনয়ের কথা ছিলো। কিন্তু প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার পর জল্পনা তৈরী হয়েছে যে, আলী ফজলের পরিবর্তে অর্জুন কাপুরকে নেওয়া হয়েছে।