দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর পর থেকে সমালোচনা যেন পিছুই ছাড়ছে না নির্মাতা ও প্রযোজক করণ জোহরের। সোশ্যাল মিডিয়ায় একের পর এক অভিযোগে বিদ্ধ হয়ে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। আর সেখান থেকে বেরিয়ে আসতেই বই লেখার কাজে নিজেকে ব্যাস্ত রেখেছেন করণ। মূলত নিজের দুই জমজ সন্তানের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এবার শিশুদের জন্য বই লিখছেন।
এদিকে, ২০১৭ সালে নিজের লেখা ‘অ্যান আনসুইটেবল বয়’ শিরোনামের একটি বই প্রথমবার প্রকাশ করেছিলেন করণ। এবার তিনি দ্বিতীয় বই লেখার কাজ শুরু করেছেন। এর নাম রেখেছেন ‘দ্য বিগ থটস অফ লিটিল লাভস’।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “আমি খুবই উচ্ছ্বসিত, আপনাদের সঙ্গে দারুণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। আমার লেখা দ্বিতীয় বই প্রকাশ করব, যেটা শিশুদের জন্য। খুব শিগগিরই সেটি আসতে চলেছে।”
জগারনাথ বুক ইন্ডিয়া’র তরফে প্রকাশ করা হয়েছে, শিশুদের নিয়ে লেখা বইটিতে অভিভাবকত্বের অভিজ্ঞতা তুলে ধরবেন করণ জোহর। একটি ছেলে ও মেয়েকে বড় করে তোলার পাশাপাশি কিভাবে তাদের পার্থক্য বোঝানো হয়। এমনকি ছেলে-মেয়ের সঙ্গে পৃথক আচরণের বিষয়টিও উল্লেখ করা হবে বইটিতে।