দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অনলাইনে খাবার অর্ডার করাটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কখনো কখনো যে খাবার অর্ডার করে থাকি সে খাবার আমরা পাইনা। ভুলবশত চলে আসে অন্য কোন খাবার। অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয় না তার।
এবার ঠিক তেমনটাই ঘটলো আমাদের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
তিনি ট্যুইট করে জানিয়েছেন গত 10 নভেম্বর সুইগী অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলেন কিছুক্ষণ পরে বার্তা আসে খাবার এসে গিয়েছে। কিন্তু অর্ডার করা খাবার তার হাতে পৌঁছায়নি।এরপর অভিযোগ জানালে তারা খাবারের দাম ফেরত দেয় বলেও লিখেছেন তিনি। তাঁর ব্যাখ্যা বাড়িতে বয়স্ক লোক থাকলে যদি এ ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা খুবই অসুবিধার সম্মুখীন হয়। কেউ যদি রাতের খাবার অর্ডার করেন তাহলে কি তারা অভুক্ত থাকবেন?
আরও পড়ুন : দীপাবলির রাতে ৯ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে ফের গিনেস বুকে রেকর্ড গড়ল অযোধ্যা
উঠেছে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী কে ট্যাগ করা নিয়ে। এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন কোন অভিযোগ নয়,সাধারণ মানুষ যাতে আরো ভালো পরিষেবা পায় তাই তিনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কে ট্যাগ করে অবগত করেছেন।