দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় উঠে এসেছে মাদক চক্রের কথা। আর এই নিয়েই আবারও মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। দাবী তুললেন রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল সহ একাধিক তারকার রক্ত পরীক্ষা করার জন্য। ?
বুধবার প্রধানমন্ত্রীকে ট্যাগ করে একটি টুইট করে কঙ্গনা। তাতে অভিনেত্রী লেখেন, ”আমার অনুরোধ, রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখোপাধ্যায়, ভিকি কৌশলদের মাদক পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হোক। শোনা যায়, এই তারকারা নাকি কোকেইনে আসক্ত। আমি চাই এই বিষয়টা প্রকাশ্যে আসুক। কারণ, এই তারকারা যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণা। তাঁরা নিজেদের স্বচ্ছ প্রমাণ করুক।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “বেশিরভাগ বলিউড অভিনেতাই কোনও না কোনও ভাবে মাদক নিয়েছেন। কেউ শারীরিক সমস্যার কারণ, কেউ বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভরতি হওয়ার পর নিজেদের সংশোধন করেছেন। কেউ আবার গোটা যৌবন মাদকের নেশা করার পর এটা ছেড়েছেন।“
প্রসঙ্গত, গত বছরই জুলাই মাসে করণ জোহরের বাড়িতে আয়োজিত একটি পার্টির ভিডিও প্রকাশ্যে আসে। আর তারপরই অভিযোগ ওঠে ওই পার্টিতে উপস্থিত তারকারা মাদক সেবন করছিলেন। পার্টিতে উপস্থিত দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, অর্জুন কাপুর, শাহিদ কাপুর, মালাইকা অরোরাদের মধ্যে বেশিরভাগজনই মাদক সেবন করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে মাদক সেবনের অভিযোগ খারিজ করেছিলেন করণ জোহর নিজেই।
করণ জহরের সেই পার্টির ভাইরাল হওয়া ভিডিওটি দেখুন :
( ভিডিওটির উত্স এবং সত্যতা যাচাই করে দেখিনি টিসিএম )