দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা আবহের প্রথম থেকেই, অসহায় ও দুঃস্থদের পাশে দারিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিদেশে পড়ুয়া শিক্ষার্থী কিংবা বেকারদের চাকরীর ব্যবস্থা করেছেন তিনি। এবার বারাণসীর সাড়ে তিনশ মাঝি পরিবারের দায়িত্ব নিলেন এই অভিনেতা।
জানা গিয়েছে, লকডাউনের জেরে মাঝিদের পারাপারের তেমন কাজ নেই। পাশাপাশি বর্ষায় তাদের আশ্রয়টুকু ভেসে যাওয়ার মতো অবস্থা। তাদের দুর্দশার কথা জানিয়ে অভিনেতাকে টুইট করেন দিব্যানংশু নামের এক সমাজকর্মী। সেসময় সাড়ে তিন’শ মাঝি পরিবারের দুর্দশার কথা শুনে তাদের সাহায্যের কথা টুইটে জানালেন সোনু।
তিনি মাঝিদের পরিবারের সদস্যদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। তাদেরকে আর অনাহারে রাত্রি যাপন করতে হবে না সেকথাও জানিয়েছেন। সব পরিবারের তালিকাটি হাতে আসা মাত্রই বারাণসীতে পৌঁছে যাবে অভিনেতার উপহার সামগ্রী।
এদিকে সোনুর রাজনীতিতে যোগ দেওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সোচ্চার। তবে এই প্রসঙ্গে সোনু জানান, “রাজনীতির জন্য এখন আমি প্রস্তুত নই। এই ময়দানে নামলে ভালোভাবেই নামতে চাই। খেলায় রাখব, যাতে কারো কোনো সমস্যা না হয়। আর আমার কাজ নিয়ে কোনও রাজনৈতিক দলের কাছে জবাবদিহিও করতে চাই না। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করি। আর আমি সেটাই করছি বর্তমানে।”
সাড়ে তিন’শ মাঝি পরিবারের পাশে দাড়ালেন সোনু সুদ

