

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত মাসেই দ্বিতীয়বার মা হওয়ার খুশির খবর ভক্তদের মাঝে শেয়ার করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। তবু শুটিং ব্যস্ততা কমেনি নায়িকার। বুধবার মুম্বাইয়ের এক শুটিং স্টুডিওতে দেখা মিলেছে অভিনেত্রীর।অন্তঃসত্ত্বা হয়েও শুটিং সেটে হাজির হচ্ছেন করিনা কাপুর।
এই প্রসঙ্গে তিনি বলেন, “যতদ্রুত সম্ভব অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। কেননা আমার নিজের অসুস্থতার জন্য অন্য কেউ বিপদে পড়ুক, সেটা কিছুতেই চাই না। এমনকি শিডিউল জটিলতা এড়াতে হাতে জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করে নিচ্ছি।”
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করিনার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে লাল শর্ট ড্রেস পরনে তাকে বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা গিয়েছে। অনুমান, কোনো বিজ্ঞাপনের শুটিং শুরু হিয়েছে।
শোনা যাচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে আমিরের ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ে অংশ নিতে তুরস্কে উড়াল দিবেন করিনা কাপুর। এছাড়া শারীরিকভাবে সুস্থ থাকলে করণ জোহরের ‘তখত’-এর কাজও শেষ করার ইচ্ছা আছে বেবো’র।