দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার ওয়েব ডেবিউ হতে চলেছে বলিউড অভিনেতা অজয় দেবগণের। জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘লুথার’-এর রিমেকে অভিনয় করবেন তিনি। সিরিজে তার বিপরীতে দেখা যাবে ইলিয়ানা ডি’ক্রুজকে।
জানা গেছে, ইতিমধ্যে সিরিজটিতে অভিনয়ের জন্য রাজি হয়ে গিয়েছেন অজয় দেবগন। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক চুক্তি ঘোষণার। যদিও অনেক আগেই এই সিরিজের ঘোষণা আসার কথা ছিলো। কিন্তু করোনার জেরে তা এগোতে পারেনি। তবে এবার খুব শিগগিরই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
অন্যদিকে এর আগে, ‘বাদশা হো’ ও ‘রেইড’-এর মতো সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন অজয়-ইলিয়ানা। সেসময় বলিউডের এই জুটিকে বেশ পছন্দও করেছিলেন সিনেপ্রেমীরা। বলাই বাহুল্য এই জুটির ওয়েব ডেবিউয়ের খবরে দারুণ উচ্ছ্বসিত তাদের ভক্তরা।
ওয়েব ডেবিউ অজয় দেবগণের, সঙ্গে ইলিয়ানা

