দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গ্ল্যামার ওয়ার্ল্ডে চলছে এখন বিয়ের মরশুম। কিছু দিন আগেই বহুদিনের জোড়ি রাজকুমার – পত্রলেখা গাঁটছড়া বেঁধেছেন। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের ৭০০ বছরের পুরনো সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস কেল্লাতে এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন হেভিওয়েট জোড়ি ভিকি – ক্যাটরিনার। আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই তুমুল ব্যাস্ততার সঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


নিজেদের প্রাইভেসির দিকে যথেষ্ট সচেতন এই জোড়ি, বজায় রেখেছেন টপ সাসপেন্স। এখনও পর্যন্ত তারা কেউ মুখ খোলেননি এই বিয়ে নিয়ে। ইতি মধ্যে বলিউডি বিয়ের ড্রেসের জন্য জনপ্রিয় কলকাতার ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখার্জি তৈরি করছেন তাদের বিয়ের ড্রেস। ইতি মধ্যে কাজ থেকে ছুটি নিয়ে নিয়েছেন ক্যাটরিনার। প্রায় শেষের পথে অতিথি আমন্ত্রণ পর্ব।
আরও পড়ুন :
তবে বিশেষ চমক রেখেছেন তারা নিমন্ত্রণ পত্রে। গোপনীয়তা বজায় রাখতে তারা বিয়ের কার্ডে আমন্ত্রিতদেরকে বিশেষ ভাবে অনুরোধ করেছেন মোবাইল ফোন নিয়ে ভেন্যুতে না প্রবেশ করার। তারা দুজন তাদের বিয়ের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও সে দিকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন। এমনকি যারা ফটো তুলবেন তাদের বিয়ের, তারাও তাদের অনুমতি না নিয়ে ছবি কোথাও আপলোড করতে পারবে না। অর্থাৎ ‘নো মোবাইল পলিসি’। এই একই পন্থা অবলম্বন করেছিলেন প্রিয়াঙ্কা-নিক, বিরাট-অনুষ্কা, রণবীর-দীপিকারাও।


আমন্ত্রিতদের তালিকা নিয়েও রয়েছে জল্পনা। কারা কারা থাকছেন এই হেভিওয়েট বিয়েতে? শোনা যাচ্ছে দুই পরিবারের সদস্যরা, তরকাদ্বয়ের ঘনিষ্ট বন্ধু বান্ধবরা থাকছেন বিয়ের অনুষ্ঠানে। শোনা যাচ্ছে বলিউড তারকা করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালালদের উপস্থিত থাকবেন বিয়েতে। তবে থাকছে না বলিউড সুপারস্টার,ক্যাটরিনার দীর্ঘ দিনের প্রেমিক ‘ভাইজান ‘ সালমান খান। তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন বিয়েতে।
লেখা – তানিয়া তুস সাবা।