দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। যার অভিনয় গুণে মুগ্ধ হাজার হাজার সিনেপ্রেমীরা। তিনি তার যোগ্যতাতেই বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন সেই প্রথম দিন থেকেই। যদিও এই সাফল্যের যাত্রাটা খুব সহজ ছিলো না। জীবনে অনেক বাঁধা পার করে আজকের এই অবস্থানে পৌঁছেছেন অভিনেতা।
একজন সফল নির্মাতার সঙ্গে যে কেউই কাজ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। যার ব্যতিক্রম ঘটেনি নওয়াজের ক্ষেত্রেও। দীর্ঘ বিশ বছর ধরে পরিচালক সুধীর মিশ্রার পরিচালনায় কাজ করতে চেয়েছেন অভিনেতা। কিন্তু অভিনয় তো দূরের কথা, তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগটাই মেলেনি।
জানা গিয়েছে, নওয়াজউদ্দিন সিদ্দিকী নতুন একটি সিনেমাতে অভিনয় করবেন। এর নাম ‘সিরিয়াস ম্যান’। আর সিনেমাটিতে প্রথমবারের মতো নওয়াজ কাজ করতে চলেছেন পরিচালক সুধীর মিশ্রার সঙ্গে।
সম্প্রতি অভিনেতা নিজের টুইটার হ্যান্ডেলে একটি দীর্ঘ দিন আগের পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, “ঘটনাটি ২০০০ সালের। কলকাতা মেইল সিনেমার কাজে তখন ব্যস্ত ছিলেন সুধীর মিশ্রা। আমি সিনেমার সহকারী পরিচালককে বলেছিলাম যেন তিনি আমাকে সুধীর মিশ্রার সঙ্গে সাক্ষাৎ করান। কথা অনুযায়ী সে আমাকে পরিচালকের সেটে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যখন হাত নেড়ে ইশারা করবেন তখন যেন আমি কাছে যাই। সেখানে আমি অপেক্ষা করতে থাকি। এক পর্যায়ে পরিচালক আমার দিকে হাত নেড়ে ইশারা করেছিলেন। কিন্তু আমি তার কাছে যাওয়ার পরে সে আমাকে হতাশ করেন এবং অপেক্ষা করতে বলেন। পরে সে কাজে ব্যস্ত হয়ে পড়লে আর সাক্ষাৎ করা সম্ভব হয়ে ওঠেনি।”
তার স্বপ্ন পূরণের কথা জানিয়ে ওই পোস্টে নওয়াজ আরও লিখেছেন, “দীর্ঘ কুড়ি বছর পর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। যে মানুষটির সঙ্গে আমি দেখা করার জন্য উন্মুখ হয়ে থাকতাম, সেই সুধীর মিশ্রা স্যারের পরিচালনায় সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করছি। এর চেয়ে আর বড় প্রাপ্তি কি হতে পারে।”

