দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চলতি বছরের ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। করোনার পর নয়া রেকর্ড গড়ল সদ্য মুক্তি প্রাপ্ত ছবি। মুক্তির ১১ দিনের মধ্যে গোটা বিশ্বে প্রায় ১ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়েছে, যা ভারতীয় মূল্যে ৭,৮৮২ কোটি। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর রেকর্ড গড়ল টম হল্যান্ডের তৃতীয় স্পাইডার ম্যান। যদি চিনে এখনও মুক্তি পায়নি এই ছবি।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘স্টার ওয়ার: দ্য রাইস অফ স্কাইওয়াকার’ শেষ রেকর্ড গড়েছিল। চিনের ‘দ্য ব্যাটল অ্যাট লেক চ্যাংজিন’-র বক্স অফিস কালেকশন ছিল ৯০২ মিলিয়ন ডলার। জেমস বন্ড ছবি ‘নো টাইম টু ডাই’ ৭৭৪ মিলিয়ন ডলারের ব্যবসা করেছিল। দুটি ছবিকে পিছনে ফেলেছে এই সিনেমা।
আমাদের দেশেও রমরমিয়ে চলছে সিনেমা। ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর ভারতে এই ছবি আয় করেছে প্রায় ২২৩ কোটি। ভারতের সর্বকালের ২০টি বড় ছবির মধ্যে এটিকে রাখা হয়েছে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘এন্ডগেম’ ১.১৩ বিলিয়ন উপার্জন করেছিল, যা ভারতীয় মূল্যে ৮,৪৮৩ কোটি।