দ্য ক্যালকাটামিরর ব্যুরো: অমিতাভ-কণিকা-র্যাচেলের পর ফের বলিউডের বক্স-আর্টিস্ট কুপে করোনা। এবার বলিউডের ঐতিহাসিক কাপুর পরিবারে ধরা পড়লো এই মারণ ভাইরাস। কোভিডে আক্রান্ত অভিনেতা অর্জুন কাপুর।
আজ রবিবার নিজের ইন্সটাগ্রাম পোস্টে অভিনেতা স্বয়ং আক্রান্ত হওয়ার খবর পোস্ট করেছেন। এর পাশাপাশি এও জানিয়েছেন যে, তাঁর শরীরে করোনার কোনও উপসর্গই নেই তবে তিনি আপাতত ভালো আছেন। পারিবারিক চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারিনটিনে রয়েছেন বনি কাপুরের পুত্র।
এদিন ইনস্টাগ্রামে অর্জুন লিখেছেন, ‘টেস্টে আমার করোনা ধরা পড়েছে। আমি উপসর্গহীন এবং মোটামুটি ভালো আছি। চিকিৎসক এবং কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে বাড়িতে নিজেকে আইসোলেট করেছি এবং হোম কোয়ারিনটিনে থাকব। করোনায় আক্রান্ত হওয়ার খবর আপনাদের জানানো আমার কর্তব্য।’
তিনি এর সাথে নিজের অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘পাশে দাঁড়ানোর জন্য আপনাদের আগাম ধন্যবাদ। আমার স্বাস্থ্য সম্পর্কে আপনাদের নিয়মিত আপডেট দেব। এ এক অস্বাভাবিক এবং অভূতপূর্ব সময়। তবে আমার পূর্ণ বিশ্বাস ভাইরাসের এই বিভীষিকাকে মানবিকতা কাটিয়ে উঠতে পারবে। অনেক ভালোবাসা।’
উল্লেখ্য অর্জুন কাপুরকে ২০১৯ সালে ‘পানিপথ’ ছবিতে শেষবার দেখা গিয়েছে। সম্প্রতি তিনি ঘোষণা করেন, আসন্ন হরর-কমিডি ‘ভূত পুলিশ’-এ তাঁকে দেখা যাবে। তবে বলিউডের তিনি একা নন। দেশের মধ্যে আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা মুম্বাইয়ে একাধিক তারকাই করোনার শিকার হয়েছেন। এই তালিকায় আছে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, থেকে শুরু করে প্রযোজক করিম মোরানি, তাঁর মেয়ে শাজা, গায়িকা কণিকা কাপুরের মতো খ্যাতনামা শিল্পীদের নাম।
তবে নিন্দুকেরা বলছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য সারা দেশ জুড়েই ‘বয়কট বলিউডের’ একটা চাপা আন্দোলন চলছে। তারকা পূর্ণ সড়ক-২ এর মত ছবিও সর্বকালের বাজে ছবির তকমা পেয়েছে বিভিন্ন ফিল্ম কৃটিক প্ল্যাটফর্মে। সেই মূহুর্তে ‘নেপটিজমের’ দায়ে দায়ী বলিউড প্রডিউসারের ছেলে হিসেবে তার আসন্ন ওয়েব সিরিজ মানুষ কতটা নেবে সেই ভয়েই হয়তো অর্জুন একটু পাবলিসিটি স্টাণ্ট করছেন। নেটিজেন দের বক্তব্য, নিজের করোনা হওয়ার কথা জানালেও, এ কদিন তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাদের কিন্তু করোনা টেস্টের অনুরোধ করেননি তিনি। এখানেই উঠছে প্রশ্ন।