দ্য ক্যালকাটামিরর ব্যুরো: কঙ্গনা রানাওয়াতের একটি বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাল ঠাকরের আদর্শ অনুসারী শিবসেনা কার্যত ক্ষোভে ফুঁসছে কারণ। কঙ্গনা বলেছেন ‘মুম্বই যেন মিনি পাকিস্তান’। বিজেপি বিরোধী শিবসেনা শাসিত মহারাষ্ট্র সম্পর্কে কঙ্গনার এই মন্তব্য, এক কথায় মুম্বাইয়ের সরকারী শিবিরে ঘৃতাগ্নি ঘটিয়েছে।
সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুত হত্যা মামলায় সরকারের হয়ে বিতর্কিত বিবৃতি দেওয়া শিবসেনা নেতা সঞ্জয় রাউত একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘ ওই মেয়ে (কঙ্গনা রানায়াত) যদি ক্ষমা চান মহারাষ্ট্রের কাছে, তাহলেই আমি এবিষয়ে ভেবে দেখব। উনি বলেছেন তো, মুম্বইকে মিনি পাকিস্তান, ওঁর কি ক্ষমতা আছে একই কথা আমেদাবাদ সম্পর্কে বলার? ‘


সেনা শিবিরের পক্ষে রাউত আরও বলেন যে, ‘ এটা মহারাষ্ট্রের গর্বের সঙ্গে জড়িত বিষয়।সেই জায়গা থেকে কোনও সমঝোতা হবে না। পিওকে মন্তব্যের জন্য রানাওয়াতকে ক্ষমা চাইতে হবে। নয়তো আমাদের মহিলা উইং থেকে তাঁকে ছেড়ে কথা বলা হবে না। ‘ কঙ্গনার মন্তব্যের জেরে রীতিমতো ক্ষোভে ফুঁসছে শিবসেনার প্রতিটি উইং।
এর আগে মুম্বাই পুলিশ কে নিয়ে কঙ্গনা’র বক্তব্য নিয়ে শিবসেনার তরফে সঞ্জয় রাউত দাবি করেন, বিশ্বাসঘাতকতা লজ্জাজনক। তিনি কঙ্গনাকে তোপ দেগে লেখেন, মুম্বইতে থেকে মুম্বই পুলিশের দিকে আঙুল তোলা ঠিক নয়। ‘আমরা আর্জি জানাচ্ছে দয়া করে তিনি যে মুম্বইতে না আসেন, এটা মুম্বই পুলিশের অপমান। স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যবস্থা নেওয়া উচিত। ‘
অন্যদিকে কঙ্গনাও জানিয়েছেন, তিনি শীঘ্রই মুম্বাই ফিরছেন, তাঁকে কে আটকায় সেটা তিনি চাক্ষুস করবেন। মূলত: সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুতে বলিউড একদিকে আর কঙ্গনা একদিকে। ১৪’ই জুন থেকেই কঙ্গনা বলিউডের ‘নেপটিজম’ নিয়ে সোচ্চার। সম্প্রতি তিনি ড্রাগ স্ক্যান্ডাল নিয়েও মুখ খুলেছেন, সরাসরি অভিযোগ করেছেন রণবীর সিং, রণবীর কাপূরদের দিকে। তাঁর মতে বলিউডের ড্রাগ সংযোগ নিয়ে মুম্বাই পুলিশ ও শিবসেনা অবিহিত ছিলেন কিন্তু তারা অকেজো এবং অসহায়।