দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বলা হয় তারকাদের নাকি ছোঁয়া যায় না। বাংলা সিনেমার অন্যতম তারকা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেশব্যাপী অগণিত ভক্ত রয়েছে অভিনেতার। দিনে অসংখ্য ফ্যান কল নিশ্চয় পান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু, তিনি যে মস্ত বড় তারকা। বীরভূম জেলার গড়গড়িয়া গ্রামে রয়েছে বুম্বার দার এক ফ্যান নাম সোনামণি রুজ। তাঁর কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দাদা।
রবিবার সকালে গায়ক শিলাজিৎ নিজের ফেসবুকে ভিডিয়ো দেন এক গ্রাম্য মেয়ের সঙ্গে। শিলাজিৎ জানান, এই সোনামণি বুম্বাদার ভক্ত। এক ফ্যানের নিখাদ ভালোবাসার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দেন শিলাজিৎ। তাঁদের গ্রামে আসুক বুম্বাদা এটা অনুরোধ সোনামণির। শিলাজিৎ প্রায় দিনই যান বীরভূমের ওই গ্রামে। সেই গ্রামের সকলের সঙ্গে শিলাজিতের হৃদ্যতার সম্পর্ক। বুম্বাদার প্রতি সোনমণির এই নিখাদ ভালোবাসার কথা জানতে বাকি নেই শিলাজিতের। তারপর সোনামণি ও প্রসেনজিতের মাঝে সেতুবন্ধন করলেন গায়ক শিলাজিৎ।
তবে সোনামণির ভালোবাসা ঠিক পৌঁছে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। সোনামণির আবদারে সাড়া দিলেন বাংলা সিনেমার নক্ষত্র। রবিবার সন্ধ্যার সময় ভিডিয়ো করেন প্রসেনজিৎ সেখানে সোনামণির জন্য বার্তা দেন। বুম্বাদা বলেন, ‘সোনামণি তোমার ভিডিয়ো দেখলাম। শিলাকে আমি ধন্যবাদ জানাব আমাদের এতটা কাছে নিয়ে আসার জন্যে।তোমার কথা গুলো শুনে অভিভূত। তোমাদের ভালোবাসা আছে বলে আমি আছি। তোমরা আমার শক্তি, প্রেরণা। কোভিড পরিস্থিতি মিটে গেলে শিলার সঙ্গে কথা বলে আমি নিশ্চই তোমাদের সঙ্গে দেখা করব।’