দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
প্রয়াত বাংলার অন্যতম বিখ্যাত নাট্যকার শাঁওলি মিত্র। আজ দুপুর তিনটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বিখ্যাত নাট্যকার শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র বাংলার নাট্যজগতের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার নাট্য-সংস্কৃতি জগতে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার বাবা শম্ভু মিত্রের মতো শাঁওলি মিত্রের শেষ ইচ্ছে ছিল, মৃত্যুর পর কোনও আড়ম্বর না করা হয়। তাঁর সেই ইচ্ছা পত্রকে সম্মান জানিয়ে অন্ত্যেষ্টির পর জানানো হয় তাঁর মৃত্যু সংবাদ। এই দিন দুপুরে কিরীটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।