26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    সুশান্ত সিং রাজপুত মৃত্যু সম্পর্কিত ফেক নিউজ ছড়ানোর অভিযোগে ইউটিউবার ওমর সর্ভগ্ন গ্রেপ্তার

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে ৮৪ দিন। কিন্তু তাঁর মৃত্যু নিয়ে ইউটিউবে ফেক নিউজের ভিডিও সম্প্রচার বন্ধ হচ্ছে না। উল্লেখ্য, এই বলিউড অভিনেতার আত্মহত্যার ফেক নিউজ এবং গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন ইউটিউবার ওমর সর্ভগ্ন।

    মুম্বই পুলিশের সাইবার বিভাগ এই ইউটিউবারকে গ্রেপ্তার করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযুক্তর পোস্ট করা ভিডিওগুলি মানহানিকর এবং মহারাষ্ট্র সরকার এবং তা মুম্বাই পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে।

    প্রসঙ্গত, গত মাসে মুম্বই পুলিশ ইউটিউবে বিভিন্ন ফেক নিউজ ছড়ানোর অভিযোগে অনেকজন ইউটিউবারের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড ৫০৫(২) এর অধীনে ৫০০(মানহানির অভিযোগ), ৫০১ ( জোর করে অপবাদ) এবং ৫০৪ ( উদ্দেশ্যমূলক ভাবে অপমান) কেস রেজিস্টার করেছেন।

    বর্তমানে এই বলিউড অভিনেতার মৃত্যু রহস্যের তদন্তে একযোগে কাজ করছে ইডি, সিবিআই এবং এনসিবি। অভিযুক্ত ইউটিউবার এর আপলোড করা ভিডিওগুলি মানহানিকর এবং মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। মুম্বাই সাইবার বিভাগের কমিশনার জানিয়েছেন,তদন্ত হওয়ার পর ফৌজদারি কার্যবিধির ৪১ A এর অধীন একটি সমন জারি করা হয়েছিল এবং অভিযুক্ত ইউটিউবারকে তদন্ত কর্মকর্তার কাছে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল। যদিও এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্ত ইউটিউবার কে গ্রেফতার করা হয় এবং পরে সে জামিনে মুক্তি পেয়েছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...