দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে ৮৪ দিন। কিন্তু তাঁর মৃত্যু নিয়ে ইউটিউবে ফেক নিউজের ভিডিও সম্প্রচার বন্ধ হচ্ছে না। উল্লেখ্য, এই বলিউড অভিনেতার আত্মহত্যার ফেক নিউজ এবং গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন ইউটিউবার ওমর সর্ভগ্ন।
মুম্বই পুলিশের সাইবার বিভাগ এই ইউটিউবারকে গ্রেপ্তার করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযুক্তর পোস্ট করা ভিডিওগুলি মানহানিকর এবং মহারাষ্ট্র সরকার এবং তা মুম্বাই পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে।
প্রসঙ্গত, গত মাসে মুম্বই পুলিশ ইউটিউবে বিভিন্ন ফেক নিউজ ছড়ানোর অভিযোগে অনেকজন ইউটিউবারের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড ৫০৫(২) এর অধীনে ৫০০(মানহানির অভিযোগ), ৫০১ ( জোর করে অপবাদ) এবং ৫০৪ ( উদ্দেশ্যমূলক ভাবে অপমান) কেস রেজিস্টার করেছেন।
বর্তমানে এই বলিউড অভিনেতার মৃত্যু রহস্যের তদন্তে একযোগে কাজ করছে ইডি, সিবিআই এবং এনসিবি। অভিযুক্ত ইউটিউবার এর আপলোড করা ভিডিওগুলি মানহানিকর এবং মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। মুম্বাই সাইবার বিভাগের কমিশনার জানিয়েছেন,তদন্ত হওয়ার পর ফৌজদারি কার্যবিধির ৪১ A এর অধীন একটি সমন জারি করা হয়েছিল এবং অভিযুক্ত ইউটিউবারকে তদন্ত কর্মকর্তার কাছে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল। যদিও এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্ত ইউটিউবার কে গ্রেফতার করা হয় এবং পরে সে জামিনে মুক্তি পেয়েছে।