দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
প্রয়াত প্রখ্যাত সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বুধবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একমাত্র সন্তানের জন্মের সময়ে প্রখ্যাত দুই সংগীতশিল্পী অপরেশ লাহিড়ী এবং বাঁসুরী লাহিড়ী নাম দিয়েছিলেন অলোকেশ। মাত্র তিন বছর বয়সেই ছোট্ট অলোকেশ তবাল তাল তুলে বুঝিয়ে দিয়েছিলেন তিনি সুরেলা পরিবারের যোগ্য উত্তরসূরী। মিউজিক ইন্ডাস্ট্রির গোল্ড ম্যান বাপ্পিদা প্রথম ভারতীয় চলচ্চিত্র জগতের পরিচয় করিয়ে দেন সিন্থেসাইজড ডিস্কো মিউজিকের সঙ্গে। হয়ে ওঠেন দ্য ওয়ান অ্যান্ড ওনলি ডিস্কো কিং।
১৯৭০-এর দশকে বলিউডে কাজ শুরু বাপ্পি লাহিড়ীর। সেই সোনালি সফর একটানা চলেছে ৩ দশক। পরবর্তী সময়ে নিয়মিত সংগীত পরিচালনা না করলেও, যখন দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন, তখনই দর্শক উপহার পেয়েছেন একের পর এক স্ম্যাশিং হিট। ভারতীয় শিল্প জগতের কাছে তিনি রত্ন ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।