দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বাংলা সিরিয়ালে তেমন ভালো কনটেন্ট নেই। সিরিয়াল মানেই কুটকাচালি, ষড়যন্ত্র আর নায়কের একাধিক বিয়ে , এমনটাই মনে করেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। সিরিয়ালের কথা বলতে গিয়ে সম্প্রতি টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় কাহিনিকার ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কে একহাত নিয়েছেন বাংলা সিনেমার এই দাপুটে অভিনেতা তথা খলনায়ক।
লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টেস যৌথ কর্নধার নন, তিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনও। কিন্তু তাঁর একাধিক ধারাবাহিকে নারীদের অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ বিপ্লব চট্টোপাধ্যায়ের। যেভাবে নারী চরিত্র গুলিকে সিরিয়ালে তুলে ধরা হচ্ছে তা যথেষ্ট অবমাননাকর, মনে করেন বর্ষীয়ান অভিনেতা। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই মহিলাকে গুলি করে মেরে ফেলা উচিত’।
বিপ্লবের এই বক্তব্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক দানা বেঁধেছে। অভিনেতা ভরত কল লেখেন, ‘খুবই দুঃখের সঙ্গে বিপ্লব চট্টোপাধ্যায়ের বক্তব্যের নিন্দা করছি। আমি ভাবতেও পারিনি আপনি এই ধরণের ভাষা উচ্চারণ করতে পারেন। খুবই নিন্দনীয়। প্রবীন অভিনেতা হিসাবে আপনি আমাদের মাথা হেঁট করে দিলেন, অভিনেতা হিসাবে আমি লজ্জিত, আপনার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি’ ।