দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা সুরেখা সিক্রিকে মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি কর হয়েছে। বর্ষীয়াণ এই অভিনেত্রীর ব্রেণ স্ট্রোকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৭৫ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি সর্বশেষ দেখা গিয়েছে নেটফ্লিক্স এর নৃবিজ্ঞান ঘোস্ট স্টোরিজের জোয়া আক্তারের বিভাগে। হাসপাতাল সুত্রে খবর তাঁকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে এবং ডাক্তাররা জানিয়েছেন এই মূহুর্তে তাঁর অবস্থা স্থিতিশীল।
তাঁর পরিবারের তরফে জানা যায় যে, ২০১৮ সালের নভেম্বর মাসের পরে এটিই তার দ্বিতীয় স্ট্রোক। তাঁকে আজ বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল হলেও স্থিতিশীল এবং চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার খামতি রাখছেন না।
আজ দিনের শুরুতেই একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে সুরেখা সিক্রি তার সহকর্মীদের কাছে নিজের চিকিত্সার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন। পরিবার সুত্রেখবর এই মুহুর্তে তাদের আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বলিউডের অনেকেই ইতিমধ্যে হাসপাতালে সাহায্যের জন্যে পৌঁছে গেছেন।
উল্লেখ্য, দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে সুরেকা সিক্রি তামাস, মাম্মো, সারদারি বেগম এবং রেইনকোটের মতো চলচ্চিত্রের অংশ নিয়েছিলেন। জাস্ট মহব্বত, বানেগী আপনী বাত, সাত ফেরে এবং বালিকা বধুর মতো টিভি শোতেও এই অভিনেতা অভিনয় করেছেন।