দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ৫৪ বছরে পা রাখলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। ব্যাংককে একজন ফাইভ স্টার হোটেলের ‘সেফ’ হিসেবে নিজের পেশাদার জীবন শুরু করে লড়াই ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে আজ বলিউডের সব থেকে ফিট এবং সংযমী এই ব্লকবাস্টার সুপার হিরোঅনেক রেকর্ড কে হেলায় ভেঙেছেন। আজ তাঁর জীবনের ৫৩’তম বসন্ত শেষের জন্মদিনে চমক আসে, একটি টুইটে। হ্যাঁ, কে করেছে সেই টুইট?
হ্যাঁ, গতকাল রাতেই খিলাড়ি কে টুইট করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্পেশাল টুইটে মোদী জি লিখেছেন-“অক্ষয়কুমার জি শুভ জন্মদিন। আপনি যেমন ভাল কাজ করে সকল ভারতীয়দের গর্বিত করেন সেভাবেই সেই কাজ চালিয়ে যান। আপনি লক্ষাধিক মানুষের কাছে অনুপ্রেরণা। ভগবান রাম আপনাকে আশীর্বাদ করুন আর আপনার স্বাস্থ্য ভালো রাখুন।” এর পর প্রধানমন্ত্রী হিন্দিতে লেখেন “জন্মদিন কী বহুত বহুত বাধাইয়ান”
অক্ষয় কুমার এই টুইটের উত্তরে লিখেছেন ‘মোদী জি আপনাকে ধন্যবাদ’। উল্লেখ্য অক্ষয় কুমারের সাথে মোদী জি’র সম্পর্ক বেশ মধুর। এর আগে ২০১৯ শে ‘চায় পে চর্চে’ শীর্ষক অনুষ্ঠানে দুজনকেই একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে একসাথে মুখোমুখি গল্প করতে এবং দেশ ও দোষের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে। অক্ষয় কুমার নিজের বলিউড কেরিয়ার একজন অ্যাকশন হিরো হিসেবে শুরু করলেও সময়ের সাথে সাথে নিজের অভিনয়শৈলী ও চিত্রনাট্য নির্বাচনে বিশেষ মনোযোগ দিয়েছেন। বদলে ফেলেছেন নিজের স্টিরিওটাইপ ভাবমূর্তি।
পরবর্তিত অক্ষয়ের কাজের নমুনা আমরা দেখতে পেয়েছি ‘এয়ার লিফট’, ‘রুস্তম’, ‘গোল্ড’ আর হালফিলের ‘কেশরী’ তে। এই প্রতিটি ছবিতেই ভারতের জয়গাঁথা, ভারতের লড়াই কে সেলুলয়েডের বড় পর্দায় হাজির করেছেন অক্ষয়। ‘প্যাড ম্যান’ ছবিতে ভারতীয় নারীদের দীর্ঘসময়ের অব্যক্ত ব্যথাকে সদর্পে ঘোষণা করেছেন জনসমক্ষে আবার ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন স্বাধীনতার ৭৮ বছর পরেও নারী স্বাধীনতা ও শৌচ স্বাধীনতা নিয়ে আমরা কতটা গোঁড়া, কতটা পিছিয়ে।
অক্ষয়ের সম্পপ্রতিক ছবি গুলি নি:সন্দেহে তাঁর প্রাজ্ঞতা, রুচি সব কিছুর পরিচায়ক। তিনি যতটা না একজন কমেডি ও অ্যাকশন হিরো, আজ তিনি দেশের যুবাদের একটি বড় অংশের কাছে রোল মডেল। যেখানে পর্দার অক্ষয় এর তুলনায় ব্যাক্তি অক্ষয় অনেকটাই বেশি। তিনি তাঁর আয়ের একটি বড় অংশ দেশের কাজে শহীদ হওয়া জওয়ানদের পরিবারের কল্যাণে ব্যয় করছেন আগামী দিনেও করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দেশের নাগরিক না হয়েও অক্ষয় আজ ভারতীয়দের মনিকোঠায় অক্ষয় নায়ক।
সম্প্রতি অক্ষয় কুমারকে দেখা গিয়েছিলো একটি আন্তর্জাতিক বৈদ্যুতিন চ্যানেলের ‘সারভাইভাল’ অনুষ্ঠানে। সেই সাথে করোনা আবহে মাস্ক ব্যবহার নিয়েও তিনি কমার্শিয়াল করেছেন। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে তাঁর দেশীয় সেনাদের যুদ্ধ অনুসারী মোবাইল গেম “ফৌজী”। যা নরেন্দ্র মোদী’র আহ্বানে সম্পুর্ণভাবেই ‘দেশীয় প্রযুক্তি নির্ভর ভারতীয় নির্মাণ”।