দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সুশান্ত সিং মৃত্যু রহস্যের আজ ৮৯ তম দিন। মুম্বাই পুলিশের গা ঢিলে তদন্ত, বিহার পুলিশের কোয়ারিন্টিন এ যাওয়া সহ শীর্ষ আদালতের সিবিআই তদন্তে সম্মতি। এই সবের পেছনেই ছিল দেশের সমখ্যা গরিষ্ঠ মানুষের ‘সোসাল মিডিয়াতে’ আন্দোলন। কিন্তু এহেনো আন্দোলনের বিপরীত প্রান্তে যে কজন মুষ্টিমেয় মানুষ ছিলেন তাদের সাথে একটি অঞ্চলের নাম না উল্লেখ করলেই নয়। সেটি হলো পুরুলিয়ায় বাগমুন্ডির টুনটুড়ি গ্রাম।
কিন্তু কেনো উল্লেখ্য এই গ্রাম। মুম্বাইয়ের ঘটনার সাথে এই গ্রামের যোগাযোগ কোথায়? হ্যাঁ, যোগাযোগ রয়েছে শিকড়ে। পুরুলিয়ার এই গ্রাম রিয়া চক্রবর্তীদের বংশ’র আদি বাসস্থান। মুম্বই থেকে ১৭৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। জঙ্গলমহলের গা লাগোয়া প্রান্তিক ছোট এলাকা পুরুলিয়ায় বাগমুন্ডি আর এই বাগমুন্ডির পাশেই টুনটুড়ি। গতকাল সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ড্রাগ যোগাযোগ সংক্রান্ত দায়ে অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নারকোটিক কন্ট্রোল ব্যুরো (NCB) গ্রেপ্তার করেছে। আর এই গ্রেপ্তারীর পরেই সারা গ্রাম জুড়ে নেমেছে মন খারাপের কুয়াশা।


পুরুলিয়ার বাঘমুন্ডির টুনটুড়ি গ্রামে যেখানে তাঁর বাড়ি সেই গ্রামে অত্যন্ত সম্মানিত তাঁর দাদু,শিরীষ চক্রবর্তী ‘দিওয়ান সাহেব’ নামে পরিচিত। পুরুলিয়ার এই গ্রামে বারোটি মৌজার দেওয়ান ছিলেন তিনি। গ্রামের পৈতৃক এই বাড়িতে প্রতি বছর দুর্গাপূজা উৎসব পালিত হয়। বাড়িতে ৩২৩ বছরের পারিবারিক দুর্গাপূজা রয়েছে। রিয়া চক্রবর্তীর পরিবারের লোকেরা পুরো বাঘমুন্ডিতে পরিচিত ও সম্মানিত ছিলেন মানুষের কাছে। ১৯৬৭ সালে রিয়া চক্রবর্তী দাদু শিরীষ চক্রবর্তী গ্রামের একটি স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রের জন্য ২৮ বিঘা জমি দান করেছিলেন। এহেনও পরোপকারী পরিবারের মেয়ে আজ মাদক চোরাচালান, প্রতারনা ও হত্যার সাথে যুক্ত সে কথা কিছুতেই মেনে নিতে পারছে না টুনটুড়ি।
রিয়া চক্রবর্তী’র গ্রেপ্তারী প্রসঙ্গে টুনটুড়ি এলাকার প্রাক্তন সাংসদ বীর সিং মাহাতো এই চক্রবর্তী পরিবারের সম্বন্ধে বলেছেন, চক্রবর্তী পরিবারের দুই ছেলে মানুষের জন্য ভালো কাজ করে গিয়েছেন। তারা গ্রামবাসীদের কথা ভেবেছেন। তাঁর অনুমান কোথাও না কোথাও বড় ভুল হচ্ছে, সম্ভবত রিয়া কোনও নোংরা রাজনীতির শিকার হচ্ছে। তিনি এখনো আশাবাদী যে সত্যের জয় হবে। তিনি ভাবতেও পারছেন না এমন পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ উঠতে পারে। তবে তুনতুরির সাধারণ মানুষ এই বিষয়ে আলাপ আলোচনা করলেও, সুশান্ত সিং ও রিয়া চক্রবর্তীকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলতে নারাজ চক্রবর্তী পরিবার এই প্রজন্মের মানুষজন।