26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    অক্ষয়ের ‘গো-মুত্র’ পানের লক্ষ্য কী স্থূল রাজনীতি না শুধুই বিজ্ঞাপিত স্বার্থসিদ্ধির প্রয়াস

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হটাত্ করে কমেডি-অ্যাকশন হিরো থেকে ১৮০ ডিগ্রি ঘুরে বলিউডের দেশভক্তির ধারক ও বাহক হয়ে ‘মনোজ কুমারের’ উত্তরসূরী হয়ে ওঠা, কিংবা ‘চায়ে পে চর্চা’য় দেশের তুলনায় ‘মোদী’ বন্দনার আধুনিক আইকন হয়ে ওঠা, বিতর্ক অক্ষয়ের পেছন ছাড়ছে না। এবার তাঁর একটি আলোচনার ভিডিও সামনে আসতেই তাকে ‘ভক্ত’ বা ‘ বিজেপি’র ঘরের ছেলে বলে বলতে শুরু করেছেন নেটিজেন’রা।

    কিন্তু কেনো এই তকমা? শুধুই কী বিজেপির কাঁধে হাত দিয়ে এক মুখ হেসে কথা বলা না তাঁর ৫৪’তম জন্মদিনে সবার আগে মোদীজীর টুইট এসে পড়া, হ্যাঁ এই সব ইঙ্গিত গুলোই কিন্তু অক্ষয়ের গেরুয়া শিবিরের একনিষ্ঠ মুখ হয়ে ওঠার পথে প্রধান সুত্র হয়ে উঠছে। কিন্তু এবার যে বিষয়টি অক্ষয় স্বীকার করেছেন তাতে এই একবিংশ শতকে এসে কিছুতেই মেনে নিতে পারছেন না হার্ডকোর ‘ভক্ত’ রাও! এবার নিজের ইন্সটাগ্রাম এর আইজি টিভিতে নিজের মুখেই গোমূত্র পান করার অভ্যাসের কথা স্বীকার করলেন।

    উল্লেখ্য, এক ইনস্টাগ্রাম চ্যাটে ডিসকভারী চ্যানেলের বিয়ার গ্রিলস আর অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে একটি আলোচনাতে কথা প্রসঙ্গেই অক্ষয় বলে ফেলেছেন যে, তিনি যোগাভ্যাস ও আয়ুর্বেদে বিশ্বাস রাখেন এবং নিয়ম করে রোজ গোমূত্র পান করতেন। খুব স্বাভাবিক ভাবেই এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয় নি। আর সেই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় নিস্তার নেই তাঁর! অগণিত নেটজনতা ক্রমান্বয়ে ট্রোল ও মোদি ভক্তির প্রসঙ্গ টেনে এনেছেন।

    প্রসঙ্গত, অক্ষয়কুমার যে মার্শাল আর্ট এ পারদর্শী তা এখন সকলেই জানেন। সেই সথে বলিউডের সব থেকে ফিট হিরোর তকমা তাঁর দখলে। বলিউড যখন ভোরে ঘুমোতে যায়, অক্ষয় তখন ঘুম থেকে উঠে নিয়মিত শরীর চর্চা করেন। সেজন্যেই শরীর ঠিক রাখতে তিনি নিয়মিত করলার জুস, লাউয়ের জুসের মতো অনেক কিছুই নিয়মিত পান করার কথা বিভিন্ন ইন্টারভিউতে জানিয়েছিলেন অক্ষয় কুমার। কিন্তু তাই বলে এবার গোমূত্র! নেটজনতার অধিকাংশই এই বিষয়টি মেনে নিতে পারছেন না।

    ওই আলোচনার ভার্চুয়াল মিটিং এ বিয়ার গ্রিলসকে অক্ষয় জানিয়েছেন, আয়ুর্বেদ মেনে চলেন বলেই গোমূত্র পান করতে তাঁর কখনও অসুবিধে হয়নি। একটা সময়ে রোজই গোমূত্র খেতেন। উল্লেখ্য, ‘ইনটু দ্য ওয়ার্ল্ড উইথ বিয়ার গ্রিলস’ অনুষ্ঠানে এ অক্ষয় কুমারকে গ্রিলসের সঙ্গে বন্য অভিযানে দেখা যাবে। টিভি চ্যানেলে এর ঝলকও প্রকাশ্যে এসেছে। এমনকি সেই শোয়েই অক্ষয়ের সঙ্গে হাতির মল মেশানো চা খাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। সেই প্রসঙ্গেই সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম চ্যাটে এবার গোমূত্র পান করার কথা স্বীকার করলেন অভিনেতা। হুমা কুরেশি, অক্ষয়ের কথা শুনে হতবাক। তিনিও বিশ্বাস করতে পারছিলেন না!

    প্রসঙ্গত, অক্ষয়ের সাথে সংঘ শিবিরের মৌখিক আঁতাত সর্বজন বিদিত। পূর্বে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সময়ে মোদী সরকারের সমর্থনে মুখ খুলেও ঘোর সমালোচনার শিকার হয়েছিলেন। অনেকেই অক্ষয় কে ফিল্ম মেকার আর মোদী কে স্টোরি মেকার বলে ‘মাণিকজোড়’ তকমা দিতেও ভুল করেন নি।

    তবে নেটিজেন দের মধ্যে বিদ্দজনদের যে অংশ তাঁরা মনে করছেন এটা আক্কী’র একটা পাবলিসিটি স্টান্ট। সামনে বিয়ার গ্রীলের সাথে শো আসছে সেই সাথে মোদী’র আত্মনির্ভর ভারতের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ‘ফউজি’ নামক দেশীয় অ্যাকশন গেম কে মুক্তি দিয়েছেন অক্ষয়। এই দুইয়ের প্রচারে অক্ষয়ের এখন শিরোনামে থাকা প্রয়োজন, আর বিহার নির্বাচণের মুখে অক্ষয়ের ‘গো-মুত্র’ প্রীতি যে এক ঢিলে দুই পাখি মারা সে কথাই বলছেন তাঁরা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...