দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মুম্বই পুলিশ শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে কলকাতার এক বাসিন্দাকে গ্রেফতার করল। আজ শুক্রবার আলিপুর আদালতে তাঁকে পেশ করে মুম্বই নিয়ে যাওয়ার জন্যে বিচারকের কাছে পাঁচদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।
সুত্র মারফত খবর, পলাশ বসু (৪০) নামের এই টালিগঞ্জের বাসিন্দা পেশায় মাল্টিজিম ইনস্ট্রাকটর। মুম্বাই পুলিশের অভিযোগ, তিনি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (VOIP) প্রযুক্তি ব্যবহার করে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মোবাইলে ফোন করে হুমকি দেন। তার হুমকি অভিনেত্রী কঙ্গনা রানাউতএর সঙ্গে মহারাষ্ট্রের সরকারের সংঘাতের বিষয় সম্পর্কিত।
সূত্রের খবর, মুম্বই পুলিশের দাবি করেছে গত ২’রা সেপ্টেম্বর থেকে ৮’ই সেপ্টেম্বরের মধ্যে সঞ্জয় রাউতের কাছে ওই ফোন এসেছিল। মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সেই ফোনের ইন্টারনেট প্রটোকল (আইপি) অ্যাড্রেস থেকেই পলাশ বসুকে চিহ্নিত করে।
মুম্বই পুলিশের অভিযোগে উল্লেখ রয়েছে যে অভিযুক্ত পলাশ কঙ্গনা রানাউতের অন্ধ ভক্ত আর সেই কারণেই তিনি এই অপরাধমূলক কাজ করেছেন। পলাশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে।
এদিকে পলাশের পরিবারের সদস্যরা এই বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। পলাশের আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় এবং অনির্বাণ গুহঠাকুরতা দাবি করেছেন, পুলিশের কোথাও ভুল হচ্ছে। সম্ভবত কেউ ভিপিএন ব্যবহার করে ছদ্ম আইপি অ্যাড্রেস ব্যবহার করে পলাশ বাবুকে ফাঁসিয়েছেন।
উল্লেখ্য বৃহস্পতিবার গভীর রাতে মুম্বই পুলিশের একটি দল হানা দেয় টালিগঞ্জের বাড়িতে। পলাশ বাবুর মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই সাথে তল্লাশিও চলে। ওনার আইনজীবি অভিষেকের দাবি, ‘‘পুলিশ এই হুমকি ফোনের ব্যাপারে কোনও ধরণের প্রমাণ দিতে পারেনি।” তিনি আরও জানান যে-, তাঁর মক্কেল কোনও কালেই কঙ্গনার ভক্ত নন। আর তিনি সাংসদের নম্বরই বা পাবেন কোথা থেকে!”