33 C
Kolkata
Thursday, September 28, 2023
More

    অনবরত আক্রমণ ও শঙ্কাতে ‘ভারী হৃদয়’ নিয়ে মুম্বাই ত্যাগ করলাম: কঙ্গনা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ সকালে কঙ্গনা রানাউত তার মুম্বাই বাসভবন থেকে মানালিতে উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। মুম্বাই ত্যাগের আগে টুইটারে একটি বিচ্ছিন্ন নোট শেয়ার করে কঙ্গনা বলেছেন- “যেভাবে আমি এতদিন ভয় পেয়েছিলাম, যেভাবে আমার কাজের জায়গার পর আমার বাড়ি ভাঙার চেষ্টা করা হচ্ছিল, আমার চারপাশে প্রাণঘাতী অস্ত্র দিয়ে নিরাপত্তা কে সতর্ক করতে হবে, মুম্বাই ছেড়ে যাওয়ার সময় অবশ্যই বলতে হবে যে মুম্বাই সম্পর্কে আমার ‘পিওকে’ (POK) উপমা সত্যিই বিস্ফোরক।” উল্লেখ্য, কিছুদিন আগে টুইটারে মহারাষ্ট্রের সাংসদ সঞ্জয় রাউতের হুমকি প্রসঙ্গে কঙ্গনা মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাথে তুলনা করেছেন, যা জনমানসে ও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি করেছে।

    প্রসঙ্গত, কঙ্গনা গত সপ্তাহে (৯’ই সেপ্টেম্বের) মুম্বাইয়ে একটি নাটকীয় পরিস্থিতির মধ্যে মুম্বাই প্রবেশ করেছিলেন, যেখানে তিনি তার বোন এবং ম্যানেজার রঙ্গোলি চান্দেলের সাথে এসেছিলেন সাথে কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া ‘ওয়াই’ ক্যাটাগরি নিরাপত্তা কর্মীরা ছিলেন। সেই দিনেই, বান্দ্রায় তার অফিসের অনেকটা অংশ বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন ভেঙ্গে ফেলে। মাত্র ২৪ ঘন্টা সময়ে ‘অবৈধ নির্মাণ’ নোটিশ দিয়ে বিএমসি কঙ্গনার পালি হিলসের অফিস ভেঙে দেয়।

    এই বিষয়ে কঙ্গনা প্রতিক্রিয়ায় বলেন, “গত ২৪ ঘন্টায় আমার অফিসকে হঠাৎ করে অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা আসবাবপত্র এবং আলোসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে এবং এখন আমি হুমকি পাচ্ছি যে তারা আমার বাড়িতে এসে তা ভেঙ্গে ফেলবে, আমি আনন্দিত যে সিনেমা মাফিয়াদের প্রিয় বিশ্বের সেরা মুখ্যমন্ত্রীর রায় সঠিক ছিল।” তার থাকাকালীন সময়ে কঙ্গনা কর্ণী সেনা কর্মকর্তা এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালের সাথে সাক্ষাৎ করেন। গতকাল তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি জি’র সাথে দেখা করেন সেই সাথে টুইটারে সাংসদ সঞ্জয় রাউতের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে, শিবসেনার গুণ্ডারা তার মুখ ভেঙে, তাঁকে ধর্ষণ করে মেরে ফেললে কী তিনি ও তাঁদের NCP সরকার খুশি হবে?

    উল্লেখ্য, মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকেই, কঙ্গনা তার পরিবারের সাথে মানালিতে নিজের বাড়িতে রয়েছেন। সম্প্রতি তিনি টুইটারে যোগ দান করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ‘সুশান্ত সিং রাজপুতের’ মৃত্যু রহস্য সহ বলিউডের মাদক যোগ নিয়ে একের পর এক তাঁর অগ্নিগর্ভ মতামত প্রকাশ করছেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...