দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালে সব থেকে উল্লেখযোগ্য দুটি বিষয়ের একটি। গত ১৪’ই জুন প্রয়াত হন। তাঁর মৃত্যু রহস্য নিয়ে দেশ-বিদেশ তোলপাড়। এমন কী এই অভিনেতার মৃত্যুর পরেই তাঁর হাজারো বুদ্ধিমত্তা, প্রাজ্ঞতা ও দক্ষতার কথা সবার সামনে হাজির হয়। সদা হাস্যময় এই অভিনেতার প্রয়াণ এখনো অনেক অনুরাগী মেনে নিতে পারছেন না। এহেন অবস্থায় তাঁর প্রবাসী বোন শ্বেতা সিং কীর্তি রবিবার সন্ধ্যায় সারা বিশ্বের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন যারা #Plants4SSR প্রচারণার অংশ হয়েছেন এবং প্রয়াত বলিউড অভিনেতার জীবদ্দশায় ১০০০ গাছ লাগানোর স্বপ্ন পূরণে সাহায্য করেছেন।
একটি ভিডিও শেয়ার করে শ্বেতা লিখেছেন, “সারা বিশ্বে ১ লক্ষেরও বেশি গাছ লাগানো হয়েছে। #Plants4SSR কে সফল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এর পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের বন্ধুরা, যার মধ্যে অভিনেতা মহেশ শেট্টি, চলচ্চিত্র নির্মাতা মুকেশ ছাবরা এবং তার প্রাক্তন সঙ্গী অঙ্কিতা লোখান্ডেও #Plants4SSR প্রচারাভিযানে অংশ নেন।
উল্লেখ্য, সোমবার সকালে শ্বেতা সিং কীর্তি টুইটারে লিখেছেন, “৯০ দিন হয়ে গেছে ভাই তার পার্থিব শরীর ছেড়ে চলে গেছে। এই গান আমাদের জীবনে তার সর্বদা অনুভূত উপস্থিতি সম্মান এবং উদযাপনের জন্য নিবেদিত। #Justice4SSRIsGlobalDemand”