দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সুশান্ত সিং মৃত্যু রহস্যভেদ করতে গিয়ে ইডি আর সিবিআই এর জালে মাদক সংক্রান্ত বিষয়ে রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তী’র পর্দা ফাঁস হয়। যে কারণে কয়েকদিন আগে এনসিবি (নরকোটিক্স কনট্রোল ব্যুরো) রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে। এরপরই, অভিনেত্রী বলিউড সম্পর্কিত এমন কিছু মর্মান্তিক স্বীকারোক্তি দিয়েছেন যা সবাইকে চমকে দিয়েছে।
জানা গেছে, জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনে তিনি ভেঙ্গে পড়েন এবং বলেন যে চলচ্চিত্র শিল্পের ৮০ শতাংশ লোকই মাদক সেবন করে থাকে। তিনি এই বিষয়ে ২৫ জন হাই প্রোফাইল বলিউড সেলেবের নাম উল্লেখ করেছেন। শোনা যাচ্ছে, এনসিবি তাদের সবাইকে তলব করার প্রস্তুতি নিচ্ছে।
এজেন্সির পাঁচ সদস্যের একটি দল মাদক লেনদেন আঙ্গিকে এদের জিজ্ঞাসাবাদ করবে এবং মাদক পাচারকারী, রাজনীতিবিদ এবং চলচ্চিত্র ভ্রাতৃদ্বয়ের সদস্যদের মধ্যে যোগসূত্র খুঁজবে। এদিকে, সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে যে অভিনেত্রীর উল্লেখ করা ২৫টি নামের মধ্যে তিনটি হচ্ছে সারা আলি খান, রাকুল প্রীত সিং এবং সিমোনে খামবাত্তা। রিয়া তার স্বীকারোক্তিতে আরও জানিয়েছেন যে সেখানে এমন পার্টি ছিল যেখানে বলিউডের নামকরা সেলেবদের উপস্থিতি ছিল।
যাই হোক, কোন সন্দেহ নেই যে ৮ জন অভিনেতাকে তলব করা হবে, তাদের মধ্যে রিয়া’র উল্লেখ করা নামের বি-টাউনের বাকি সেলেবরাও স্ক্যানারের আওতায় থাকবেন। মিডিয়া রিপোর্ট আরও জানাচ্ছে যে এনসিবি তাদের ‘কর্ম পরিকল্পনার’ অংশ হিসেবে হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যাক্সেস করেছে।
প্রসঙ্গত, এর আগে রিয়া চক্রবর্তী তার ভাই শৌভিকের মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের জন্যে মাদক কেনার কথা স্বীকার করেন। তিনি আরো অভিযোগ করেন যে ২০১৬ সালে সুশান্ত কেদারনাথের শুটিংয়ের সময় মাদকাসক্ত হয়ে পড়েন।