30 C
Kolkata
Monday, September 25, 2023
More

    করণ জোহরের বাড়িতে মাদক পার্টি, তদন্তের আবেদন জানালেন মনজিন্দর সিং সিরসা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অকালি দলের প্রাক্তন শিরোমণি সাংসদ মনজিন্দর সিং সিরসা করণ জোহরের বাড়িতে মাদক পার্টি আয়োজনের অভিযোগ তুলে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ড-এ (এনসিবি) তদন্তের আবেদন জানালেন।

    উল্লেখ্য, সম্প্রতি ২০১৯ সালে রেকর্ড করা করণ জোহরের একটি মাদক পার্টির ভিডিয়ো ক্লিপ পোস্ট করে প্রাক্তন সাংসদ অভিযোগ করেছেন করণ জোহরের বাড়িতে আয়োজিত পার্টিতে অবাধ মাদক সেবনের ব্যবস্থা ছিল। এমনকি এনসিবি প্রধান রাকেশ সাক্সেনার সঙ্গে দেখা করে এই অভিযোগ জানানোর পরে সোশ্যাল মিডিয়ায় NCB বোর্ডকে লেখা তাঁর আবেদনের প্রতিলিপি সাক্সেনার সঙ্গে শেয়ার করেছেন সিরসা।

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁর চিঠির সঙ্গে অ্যাটাচ করা স্ক্রিনশট দেখে বোঝা যাচ্ছে, প্রধানত দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও শাহিদ কাপুরের বিরুদ্ধে তিনি মাদক সেবন, মজুত রাখা এবং বাড়ির অন্দরে এই অপরাধ সংঘটনের জন্য আমন্ত্রক ও আয়োজক করণ জোহরের বিরুদ্ধে এনসিবি-কে তদন্তের আর্জি জানিয়েছেন প্রাক্তন সাংসদ। ওই পার্টিতে যে ঢালাও মাদক সেবন চলেছিল, সেই দাবি করেছেন সিরসা।

    যদিও এই প্রসঙ্গে তাঁর বাড়িতে আয়োজিত ওই পার্টিতে উপস্থিত কেউ মাদক সেবন করেননি, সে কথা এর আগেও জানিয়েছেন করণ জোহর। তাঁর যুক্তি, ‘ইন্ডাস্ট্রির সফল সদস্যরা সারা সপ্তাহ কঠিন পরিশ্রমের পরে একরাত আড্ডা আর খোশগল্পে মেতেছিলেন। আমি নিজেই ভিডিয়োটি স্বইচ্ছায় রেকর্ড করি। যদি অবৈধ কিছু ঘটে থাকে, তা হলে তা প্রকাশ করার মতো বোকা আমি নই।’

    ভিডিয়োর অংশবিশেষ নিয়ে প্রশ্ন ওঠায় করণ জোহর ব্যাখ্যা করেন, ” আপাতদৃষ্টিতে ব্যাক পকেটে মোবাইল ফোনা রাখা অনুচিত। আপাতদৃষ্টিতে আলোর ঝলককে পাউডার মনে হতে পারে।আপাতদৃষ্টিতে সন্দেহ কে প্রকাশ্যে না আনাই অনুচিত।”

    করণের আরও বক্তব্য, ভিডিয়ো রেকর্ড করার পাঁচ মিনিট আগেই ওনার মা ওখানে উপস্থিত ছিলেন। এমনই এক পারিবারিক, আনন্দময়, সামাজিক আড্ডা ছিল সেটা, যেখানে বন্ধুরা কথা বলার পাশাপাশি গান শুনে সময় কাটাচ্ছিলেন। আর কিছুই সেখানে হয়নি।’

    উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য মামলায় যুক্ত থাকার অভিযোগে এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে এনসিবি। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট-এর আনুষ্ঠানিক আলোচনার জেরে অভিনেতার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মাদক সেবন, সংগ্রহ ও পাচার সংক্রান্ত একাধিক মোবাইল ফোন চ্যাট রেকর্ডের ভিত্তিতে এই পদক্ষেপ করে এনসিবি।

    অন্যদিকে গতকাল মুম্বাই এয়ারপোর্ট এ করণ জোহর কে তাঁর বাচ্চাদের সাথে দেখতে পাওয়া যায়। মূহুর্তে ভাইরাল হয়ে যাইত সেই ছবি। নেটিজেনদের মতে NCB চেপে ধরতে পারে তাই আগে ভাগেই পালিয়ে যাচ্ছেন তিনি। পরে সুত্র মারফত জানতে পারা যায়, পরিবারের সাথে ‘গোয়া’ বেড়াতে যাচ্ছেন তিনি। নেটিজেনদের বক্তব্য, বলিউডের সিংহভাগ ড্রাগ পার্টির উদ্যোক্তা করণ নিজেই।

    অন্যদিকে দিশা সাইলান হত্যা মামলায় বলিউডের যোগাযোগ সামনে আসছে। যদিও কোনো নাম প্রকাশ্যে আসে নি কিন্তু সলমান খানের সম্পুর্ন পরিবার নিয়ে দুবাই উড়ে যাওয়া, নেটিজেন দের মনে সন্দেহের উদ্রেক করেছে। এই বিষয়ে যদিও বিস্তারিত খবর এখনো আসেনি।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...