29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    এবার জয়া’র বক্তব্যের বিরুদ্ধে ‘শোর’ মচালেন রণবীর শোরে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে ওঠা বলিউডের স্বজনপোষণ বিতর্ককে উস্কে দিলেন জনপ্রিয় বলি তারকা রণবীর শোরে।

    উল্লেখ্য, মাদক কেলেঙ্কারিতে জেরবার বলিউডের বিষয়ে সাংসদ রবিকিষনের বক্তব্যের বিরোধীতায় মঙ্গলবার রাজ্য সভায় সাংসদ জয়া বচ্চন বলিউড ইন্ডাস্ট্রির নামে কলঙ্ক লেপনের তীব্র বিরোধিতা করেন। আর তারপর থেকেই জয়া বচ্চনের এই বক্তব্য ভাইরাল হয়ে গিয়ে বলিউড কার্যত তোলপাড়।

    আজ জয়া জি’র সেই বক্তব্যের পাল্টা হিসেবে নিজের টুইটে রণবীর জানিয়েছেন, বলিউডে কদর্যতা তো রয়েইছে। যাঁরা তা আড়াল করতে চাইছেন, হয় তাঁরা ইন্ডাস্ট্রির দ্বার রক্ষক নয়তো তথাকথিত রক্ষকদের পদলেহন করেই টিকে রয়েছেন।

    এর আগে রণবীর জানিয়েছিলেন, ভাট পরিবারের দুই স্তম্ভ মহেশ এবং বিক্রমের সঙ্গে বিবাদের পর থেকেই আপাতত তিনি একঘরে। দাবি করেছিলেন, কিছু স্বার্থলোভী ক্ষমতাসম্পন্ন মানুষের হাতে গোটা ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রিত হচ্ছে।

    এ ছাড়াও বলিউডের ইনসাইডার-আউটসাইডার বিতর্ক সম্পর্কে অভিনেতা জানান, কয়েকটি পরিবার ও ক্ষমতাসম্পন্ন মানুষের হাতেই বলিউডের সাফল্যের যাবতীয় রহস্য লুকিয়ে আছে। তাঁরা ছাড়া বাকি একাধিক ছোট ছোট হাউস বা তাদের প্রযোজিত ছবির সঙ্গে অনেকটা বাবা মায়ের সৎ বা অবহেলিত সন্তানের মতোই ব্যবহার করা হয়। তিনি দাবি করেন যে এই ময়দানে প্রতিপক্ষ অনেক বেশি ক্ষমতাসম্পন্ন এবং লড়াইটা সম্পূর্ণ একপেশে হওয়ায়, নতুনদের বা বলিউডের পরিবারের বাইরের মানুষের সংগ্রামের সীমা থাকে না বলেই তিনি মনে করেন।

    উল্লেখ্য, এই প্রসঙ্গে বলি-তারকা কঙ্গনা রানাওয়াতও এর আগে একাধিক বার এই জাতীয় অভিযোগের বিস্ফোরণ ঘটিয়েছেন। সেই সঙ্গে কঙ্গনা দাবি করেছেন, বলিউডের ৯৯ শতাংশ তারকাই মাদকাসক্ত।

    গতকাল সংসদে জয়া বচ্চন তাঁর ভাষণে অভিযোগ করেন, এক শ্রেণির মানুষ বিনোদন ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করছেন। কিন্তু কোনও ভাবেই তাদের কার্যকলাপের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে দোষী বলা যায় না। ‘যে তলায় খাচ্ছেন সেই থালা ফুটো করার কথা ভাবছেন কী করে!”

    ইতিমধ্যে এই বিতর্কে হেমা মালিনী, দিয়া মির্জা, তাপসী পান্নু রিচা চাড্ডা , সোনম কাপুর-সহ অনেকেই জয়ার পাশে দাঁড়িয়েছেন। তবে রিয়া চক্রবর্তী ধরা পড়ার পর একে একে যেভাবে বলিঊডের প্রথম সারির অভিনেতাদের নাম বের হয়ে আসছে তাতে বিতর্ক আরও বাড়বে বই কমবে না সেটা ভালই ঠাহর করা যাচ্ছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...