দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকেই নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। এমন দুর্দিনে কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন, কখনও বিদেশ থেকে শিক্ষার্থীদের ফেরাচ্ছেন, আবার কখনও বা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। আর এসব নিয়েই মুখ খুললেন এবার অভিনেতা।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কার্যত দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে বলিউড। একদল ইন্ডাস্ট্রির নানা অন্ধকার দিক নিয়ে সরব হয়েছেন, আর অন্য একদল তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন। যা এখনও চলমান। বৃহস্পতিবার কারও নাম না করেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন সোনু সুদ।
নিজের মাইক্রোব্লগিং সাইটে সোনু লিখেছেন, “অন্যকে ছোট করতে মানুষ যতটা শক্তি কাজে লাগায়, তার এতটুকুও যদি অন্যকে সম্মান দেওয়ার কাজে লাগাতো তাহলে রাতারাতি বদলে যেত দেশ।”
অন্য এক টুইট বার্তায় তিনি লেখেন, “সম্মান অর্জন করতে শিখুন, বিখ্যাত হতে নয়। বিখ্যাত তো অনেকেই, যারা আর কখনো সম্মান পাবেন না।” এদিন কারো নাম উল্লেখ না করলেও তিনি যে ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও কঙ্গনাকে টেনে এনেছেন, সেটা অনেকটাই স্পষ্ট।
Attachments area