দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার অনবদ্য অভিনয়ের জন্য বরাবরই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার বাবা সন্তানের ভিন্নধর্মী গল্প নিয়ে ফের হাজির হবেন অভিনেতা। এরই মধ্যে ‘সিরিয়াস মেন’ সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে।
অনলাইনে ‘সিরিয়াস মেন’ সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসতেই নওয়াজের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রায় তিন মিনিটের দুর্ধর্ষ ট্রেলারে বেশ সিরিয়াস চরিত্রে দেখা গিয়েছে তাকে। ‘রাত আকেলি’র পর যে ফের একবার নেটফ্লিক্সের পর্দায় দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা।


সম্প্রতি এক সাক্ষাৎকারে, পরিচালক সুধীর মিশ্রার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নওয়াজ বলেন, ‘সুধীর মিশ্রার সঙ্গে কাজ করা তাঁর কাছে স্বপ্নের মতো। প্রায় ২০ বছর অপেক্ষা করতে হয়েছে তাঁর পরিচালনায় সিনেমাতে কাজ করার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।’
‘সিরিয়াস মেন’ সিনেমাটি পরিচালনা করেছেন সুধীর মিশ্রা। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষত দাস, ইন্দিরা তিওয়ারি, শ্বেতা বসু প্রমুখ। এটি প্রযোজনার দায়িত্বে রয়েছে বম্বে ফেবলস এবং সিনে রাজ।