দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা বলিউডের। বর্তমানে অভিযোগ , পাল্টা অভিযোগ, কুৎসা, মাদক চক্র, খুন, লাশ গুম, ধর্ষণ ইত্যাদির জটিল জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে বলিউড। পায়েল ঘোষের বিস্ফোরক মন্তব্যের পর এবার মুখ খুললেন সাইয়ামি খের। তাঁর বক্তব্য, ‘আমাকেও বাড়িতে ডেকেছিল অনুরাগ কশ্যপ’।
সম্প্রতি পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল ঘোষের আনা যৌন হেনস্থার অভিযোগে বিতর্কে সরগরম বি-টাউন। কিন্তু পায়েল ঘোষের ১৮০ ডিগ্রি বিপরীতে দাঁড়িয়ে পরিচালকের পাশে দাঁড়ালেন অভিনেত্রী সাইয়ামি খের। গত জুন মাসে অনুরাগ কশ্যপকে নিয়ে সায়ামির একটি ইন্সটাগ্রাম বিবৃতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অনুরাগের বিরুদ্ধে ‘মি টু’ বিতর্ক তৈরি হতেই রবিবার ‘চোকড’ খ্যাত এই অভিনেত্রী ফের তাঁর এই পোস্টটিকে ইন্সটাগ্রাম স্টোরিতে রি-পোস্ট করেন। তিনি অনুরাগের প্রতি সমর্থন জানতেই এই কাজ করেছেন।
নিজের বিবৃতিতে সাইয়ামি জানিয়েছেন , অনুরাগের সাথে দেখা হওয়ার আগে তাঁরও অনেকের মতোই পরিচালকদের সম্পর্কে একাধিক খারাপ ধারণাই ছিল । কিন্তু ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত এই পরিচালকের ভারসোভার বাড়িতে তাঁর সাথে প্রথম দেখা করতে গিয়ে অনেক ভুল ভেঙে যায়। সায়ামি লেখেন- ‘অনুরাগ আমাকে ওর ভারসোভার বাড়িতে ডেকেছিল। আমি কিছু ভেবে নিয়ে বলবার আগেই ও বলে উঠল আমার বাড়িতে বাবা-মা থাকে, চিন্তার কোনও কারণ নেই। হয়তো অনুরাগ বলিউডের নজরে ব্যাড বয়, মাদকাশক্ত, একাধিক মহিলার সাথে সম্পর্কে লিপ্ত পরিচালক- কিন্তু ওনার সাথে কাজ করে আমার ধারণা সম্পূর্ণ বদলে গিয়েছে।’
উল্লেখ্য, চোকড ছবিতে কাজের সৌজন্যে পরিচালকের বাড়িতে যান সাইয়ামি, আর প্রথমবার বাড়িতে গিয়েই সাইয়ামি বুঝতে পারেন আর পাঁচটা সাধারণ ভারতীয় পরিবারের সাথে অনুরাগের পরিবারের কোনো পার্থক্য নেই। সাইয়ামির বয়ান অনুযায়ী ওঁনার বাবা খবরের কাগজ পড়ছিলেন , মা রান্না ঘরে ব্যস্ত ছিলেন , ডোর বেল অনেকক্ষণ ধরে বাজছিল এবং একের পর এক প্রতিবেশী যাওয়া আসা করছিলেন, আর ঘরের একটু নির্জন ঝঞ্ঝাট বিহীন কোণের অন্বেষণে ব্যস্ত ছিলেন অনুরাগ। ওনার সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি । উনি যথার্থই ছিলেন আমার ফ্রেন্ড, ফিলোজাফার এবং গাইড।’
প্রসঙ্গত, শনিবার টুইটারে অভিনেত্রী পায়েল ঘোষ দাবি করেছেন যে পাঁচ বছর আগে কাজের সূত্রে নিজের বাড়িতে ডেকে নির্জন কক্ষে নিয়ে গিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন অনুরাগ কশ্যপ। পায়েলের দাবি ক্রিয়েটিভ মানুষদের মুখোশের আড়ালের আসল রূপটা সকলেরই দেখা উচিৎ। শুধু এখানেই থেমে থাকেননি পায়েল তিনি এই মর্মে মুম্বই পুলিশে একটি অভিযোগও দায়ের করেছেন।


অন্যদিকে শনি-রোববার মধ্যরাতে আইনজীবী মারফত মিডিয়ার কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অনুরাগ । যাবতীয় অভিযোগকে মূলত ভিত্তিহীন দাবি করে তাঁর আইনজীবি। এমনকি মক্কেলের মানহানি করতে মিটু আন্দোলনের যে অপব্যবহার করা হচ্ছে, এমনটাও দাবি জানিয়েছেন পরিচালকের আইনজীবি।
তবে অনেকেই এই ঘটনায় চড়া দাগের রাজনীতি দেখতে পাচ্ছেন। যেহেতু অনুরাগ দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সাপোর্ট করেছিলেন সেই সঙ্গে তাঁকে ‘টুকরে টুকরে গ্যাঙ্গ’ এর সদস্যও বলা হয়ে থাকে, সেই কারণে তাঁকে সহজ টার্গেট করা হচ্ছে। আর এর মাঝে রিয়া চক্রবর্তী কে সাপোর্ট করা আর কঙ্গনার বিরুদ্ধে মুখ খোলার অপরাধেও তাঁকে যে এই জালে ফেলা হলো, সে কথাও বলছেন নেটিজেনের একাংশ।