28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    এক প্রাক্তন সহকারির বয়ানে অনুরাগের সামনে শাড়ির আঁচল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী, ভায়রাল টুইটারে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এই মূহুর্তে বলিউড আবার ‘মি টু’র চক্করে। অভিনেত্রী পায়েল ঘোষ অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। যা বলিউড ও বৈদ্যুতিন মিডিয়ার প্রকাশ্য সংঘাত বলেও অনেকে মনে করছেন। এই পরিস্থিততে অনুরাগের দুই প্রাক্তন স্ত্রী সহ অনেকই তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। এবার তাঁর প্রাক্তন সহকারী জয়দীপ সরকার ফাঁস করলেন এক চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয় কয়েক বছর আগে ঘটে যাওয়া সেই ‘কান্ড’ তিনি টুইটারে শেয়ার করেছেন। যা এখন ভায়রাল।

    টুইটারে কী বলেছেন জয়দীপ? তিনি লিখেছেন, সময়টা ২০০৪ সাল। তিনি সেই সময়ে অনুরাগের সহকারী ছিলেন। গুলাল ছবির জন্য তখন অভিনেতা বাছাই করা হচ্ছিল। সেই কাজেও যুক্ত ছিলেন জয়দীপ। ঠিক সেই সময়ে এক তরুণী অভিনেত্রী জেদাজেদি শুরু করেন যে তাঁর সাথে অনুরাগের দেখা করিয়ে দিতেই হবে। অবশেষে জয়দীপ জানান যে কাজের শেষে দেখা হতে পারে। এরপর নিজের কাজ শেষ করে এই তরুণীর সঙ্গে দেখা করেন অনুরাগ কশ্যপ।

    জয়দীপ জানান সেই তরুণী ভেবেছিল ‘কাস্টিং কাউচ’ অর্থাত্‍ পরিচালকের সাথে শারিরীক সম্পর্ক (সঙ্গম/ মৈথুন/ স্পর্শ) না করলে হয়তো কোনও চরিত্রতে অভিনয়ের সুযোগ পাওয়া যাবে না। তিনি চোখের ইশারা ও হাভে ভাবে কিছু ইঙ্গিতও অনুরাগকে করেছিলেন। কিন্তু অনুরাগ সেসবে ভ্রুক্ষেপ করেন নি।

    এরপর হঠাৎই সেই ‘কান্ড’ ঘটে। সেই অভিনেত্রী তাঁর শাড়ির আঁচল মাটিতে ফেলে অনুরাগ কে তাঁর দেহ সৌষ্ঠব দেখাতে শুরু করেন। এই ঘটনা একবার নয় বেশ কয়েকবারই ঘটান তিনি। তখনই অনুরাগ উঠে দাঁড়িয়ে কড়া ভাষায় বলে ওঠেন, এরকম করবেন না। আপনি চরিত্রে অভিনয়ের যোগ্য হলে সুযোগ পাবেন, না হলে পাবেন না। কিন্তু এসব আমি অ্যালাও করি না। এই বলে ঘর থেকে বেরিয়ে যান তিনি। জয়দীপ লেখেন যে সেই দিনের সেই ‘কান্ড’ তাঁর চোখে অনুরাগকে অন্য ধরণের সম্মানের আসনে উত্তরণ ঘটায়।

    সেই সাথে জয়দীপ বলেন যে তিনি সেই মহিলাটিকে দোষ দেন না। কারণ বলিউড ও কাস্টিং কাউচ নিয়ে মিডিয়াতে এত চর্চা বহু অভিনেত্রীই ভাবেন পরিচালকের সাথে এই ধরণের ব্যবহার করলেই ফিল্ম এ অভিনয়ের সুযোগ পাওয়া যায়। কিন্তু ইন্ডাস্ট্রি’র অন্যান্য অনেক সিরিয়াস পরিচালকের মতই অনুরাগ যে ওই ঘৃণ্য আচরণের ধার ধারেন না সেটা অনেকেই জানেন না। অনুরাগ মহিলাদের খুব সম্মান করেন, আমি এটা হলফ করে বলতে পারি, বলেন জয়দীপ।

    পায়েল ঘোষ

    অন্যদিকে নিজের অভিযোগে রিচা চাড্ডার নাম জড়ানোয় পায়েল ঘোষেকে আইনি নোটিস পাঠিয়েছেন অভিনেত্রী। পায়েল জানিয়েছে অনুরাগের ‘ব্লো-জব’ পার্টনার নাকি রিচা চাড্ডা, হুমা কুরেশি ও মাহি গিল। এই প্রসঙ্গে পায়েলের মন্তব্যের নিন্দা করে হুমা কুরেসি বলেছেন যে অনুরাগকে তিনি খুব শ্রদ্ধা করেন। পায়েল এও দাবি করেছেন যে অনুরাগ তাঁকে জানিয়েছে যে অনুরাগ চাইলেই হুমা, রিচা ও মাহি গিল তাঁর কাছে চলে যান ‘ব্লো-জব’ দেওয়ার জন্যে।

    উল্লেখ্য, দু দিন আগে পায়েল ঘোষ হটাত্‍ করে টুইটে অনুরাগের বিরুদ্ধে ‘মি-টু’ অভিযোগ আনেন। যেখানে পায়েল জানান যে অনুরাগ তাঁকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে নিজের প্যাণ্টের জিপ খুলে নিজের পুরুষাঙ্গ বার করে জোর করেই পায়েলের সালোয়ারের ওপর দিয়ে ধর্ষণ করতে চান। এই বয়ান দিয়ে আজ পায়েল মুম্বাইয়ের থানায় ডায়েরিও করেছেন।

    যদিও এই প্রসঙ্গে মহারাষ্ট্রের সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন অনুরাগের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। যেহেতু অনুরাগ রিয়া চক্রবর্তী’র ওপরে ঘটা বৈদ্যুতিন মিডিয়া ট্রায়াল নিয়ে প্রশ্ন করেছিলেন সেই সাথে কঙ্গনা রাণাউতকেও প্রশ্ন ও বাক্য জালে বিব্রত করেছিলেন, তারি প্রতিশোধ নিচ্ছে একটি বিশেষ ক্ষমতাশালী দল। যদিও অনুরাগ জানিয়েছেন তাঁর প্রতি ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে এবং সেটা তিনি প্রমাণ করেই ছাড়বেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...