দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলি অভিনেত্রী কঙ্গনার পিছু ছাড়ছে না বিতর্ক। এবার শিরোনামে মণিকর্ণিকা : দ্যা কুইন অফ ঝাঁসি ছবি। উল্লেখ্য ২০১৯ সালে তৈরি হওয়া এই ছবিকে ঘিরে জন্ম নিয়েছিল সনু সূদের সাথে কঙ্গনার মনমালিন্যের জল্পনা। সেই জল্পনাকে উস্কে এবার বিস্ফোরক মন্তব্য করলেন সনু সূদ। যা নেটিজেন দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, প্রেস রিলিজ অনুসারে মণিকর্ণিকা ছবিতে সোনু সুদকে দেখতে পাওয়ার কথা ছিল। কিন্তু বেশ কিছু দিন শুটিং করার পরেও পরেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন জনপ্রিয় তারকা সনু সূদ। সেই সময়ে জানা গিয়েছিলো এই ছবির পরিচালনার ভার রাধা কৃষ্ণন ওরফে কৃশের তরফ থেকে কঙ্গনার কাছে হস্তান্তরিত হওয়ার কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সনু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু সেই ঘটনার বিষদ কারণ জানান। তিনি বলেন কঙ্গনা তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং অভিনেত্রীর ব্যক্তিগত সেন্টিমেন্টে কোনো রকমের আঘাত করা তাঁর অভিপ্রায় নয়। তবে মণিকর্ণিকার অধিকাংশ অংশের শুটিং হয়ে যাওয়ার পরে যখন আচমকাই নির্দেশকের পরিবর্তন হয়,তখন তিনি কঙ্গনার কাছে পুনরায় শুটিং করার কথা জানিয়েছিলেন। কিন্তু তখনই তাঁর কাছে খবর আসে যে চার মাস শুটিং করার পরেও তাঁর নাম ছবির কাস্টিং লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।
মোজো স্টোরিতে বরখা দত্তের সঞ্চালনায় নেওয়া সাক্ষাৎকারে সোনু জানান তিনি কঙ্গনাকে অনুরোধ করেছিলেন যাতে কৃশকে পরিচালক হিসেবে ফিরিয়ে আনা হয় কারণ অধিকাংশ অংশের শুটিংই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কঙ্গনা রাজি না হয়ে নিজেই পরিচালকের দায়িত্ব তুলে নেন। পরবর্তীকালে কঙ্গনার পরিচালনাতে তিনি জানতে পারেন তাঁর অভিনীত প্রায় ৮০ শতাংশ দৃশ্যই নতুন পরিচালকের স্ক্রিপ্ট থেকে বাদ পড়েছে।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কঙ্গনা জানান তিনি একজন পরিচালক হিসবে অন্য ভাবে ছবির ওই দৃশ্যগুলিকে ফুটিয়ে তুলতে চান এবং সোনুকে অনুরোধ করেন ছবিতে অভিনয় না করলেও তিনি যেন তাঁর পাশে থাকেন। কিন্তু এবার কিছুটা বিরক্ত এবং মর্মাহত হয়েই ছবি থেকে বেরিয়ে আসেন ‘জন দরদী মসীহ’ সনু। তিনি পরিষ্কার ভাবেই কঙ্গনাকে জানিয়ে দেন পূর্বের চিত্রনাট্য এবং পরিচালক কৃশের অধীনেই তিনি কাজ করবেন, নতুবা নয়।
পরবর্তীকালে কঙ্গনা এই দাবি করেন যে মহিলা পরিচালকের অধ:স্তন হয়ে কাজ করতে আপত্তি থাকার দরুণ ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সোনু। যদিও এই প্রসঙ্গে যোধা আকবর ছবির অন্যতম সহ অভিনেতা জানিয়েছেন এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবান্তর।
সনু জানান যে তিনি ইতিমধ্যেই ফারহা খানের পরিচালনাতে হ্যাপি নিউ ইয়ার ছবিতে কাজ করেছেন। সনু শুধু জানিয়েছিল যে একটি ছবিতে দুই জন পরিচালকের অধীনে কাজ করতে তাঁর অসুবিধা রয়েছে। তাঁর দীর্ঘ কেরিয়ারে প্রায় ৮০ থেকে ৯০ টি ছবিতে তিনি অভিনয় করেছেন এবং সর্বত্রই একজন পরিচালকের অধীনেই কাজ করেছেন। এটাই সনুর নীতি এবং কোনও পরিস্থিতিতেই নিজের অবস্থান থেকে সনু’র পক্ষে সরে আসা সম্ভব নয়, সেটাই কঙ্গনাকে জানান সনু।