দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউডের সব থেকে ‘চুজি’ অভিনেতা আয়ুষ্মান খুরানার মুকুটে জুরলো আরও একটি নতুন পালক। আন্তর্জাতিক জনপ্রিয় টাইম ম্যাগাজিনের ২০২০ সালের সমীক্ষায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তিদের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা আয়ুষ্মান।
আজ ইনস্টাগ্রামে এই খুশির খবর শেয়ার করে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ‘আর্টিকেল ১৫’ খ্যাত এই বলি তারকা। তিনি শুধু একা নন, টাইম ম্যাগাজিনের সেই তালিকায় আছেন আমাদের দেশের প্রধনামন্ত্রী নরেন্দ্র মোদী ও। মোদী জি’র সাথে এই সম্মান ভাগ করেছেন আয়ুষ্মান।
ইনস্টাগ্রামে আয়ুষ্মান যা লিখেছেন- “টাইমসের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকা সামনে এসেছে। আমি এই তালিকায় জায়গা করে নিতে পেরে গর্বিত।”
আয়ুষ্মানের এই সম্মান অর্জনের খবর সামনে আসতেই নেটিজেনদের শুভেচ্ছার ধারায় প্রেমস্নাত হচ্ছেন আয়ুষ্মান। তাঁর ইনস্টার দেওয়ালে লাভ রিয়াক্ট আর কমেন্টের জোয়ার উঠেছে। তিনি এও জানিয়েছেন যে ‘টাইম আমাকে যে সম্মান দিয়েছে তাতে আমি সত্যি গর্বিত। একজন শিল্পী হিসাবে আমি সবসময়ই চাই সমাজে সুস্থ পরিবর্তন আসুক। সিনেমার মাধ্যমে মানুষকে,সমাজকে পজিটিভ বার্তা আমি দিতে চাই। এটা সিস্টেমের প্রতি আমার বিশ্বাসকে আরও বাড়িয়ে দিল। আমি সবসময় বিশ্বাস করি একমাত্র সিনেমাই সমাজে পরিবর্তন আনতে পারে’।
বর্তমান এনসিবি’র স্ক্যানারে থাকা ড্রাগ বিতর্কের নতুন কেন্দ্রবিন্দু দীপিকা পাড়ুকোন এই ম্যগাজিনে একটি অংশে আয়ুষ্মানের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। দীপিকা বলেন “নিজের ছবির মাধ্যমে আয়ুষ্মান সমাজে যে প্রভাব বিস্তার করেছে তা সত্যি অর্থে অনবদ্য ও প্রশংসনীয়।”
উল্লেখ্য, ব্যতিক্রমি ও সাহসী গল্প ‘ভিকি ডোনারে’র মতো ফিল্ম দিয়ে নিজের বলিউড সফর শুরু করে এরপর দম লাগাকে হাঁইসা, শুভ মঙ্গল সাবধান, বাধাই হো, কিংবা ড্রিম গার্ল- প্রত্যেক ছবিতে গুরুত্বপূর্ন সামাজিক বার্তা তুলে ধরেছেন এই অভিনেতা। তথাকথিত হিরোসুলভ ম্যানারিজমের বাইরে থাকা ‘আউট অফ দ্য বক্স’ ছবির চিত্রনাট্য পছন্দ করেন আয়ুষ্মান। এমন কী নিজে বিষমকামী হয়েও পর্দায় সমকামীর চরিত্র ফুটিয়ে তুলতেও পিছপা হননি। অন্য দিকে এক অন্ধ পিয়ানোবাদক হিসাবে ‘অন্ধাধুনে’ আয়ুষ্মানের কাজ ও স্ক্রিপ্ট বাছাই আজও ভুলতে পারেনি দর্শক। তিনি শুধু অভিনেতাই নন, তাঁর গানের জগতটাও নিতান্ত ছোট নয়, তাঁর ‘পানি দা’ গান আজও টপ চার্টেড।