দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড জুড়ে চলতে থাকা সাম্প্রতিক মাদক কান্ডে একে একে উঠে আসছে চেনা পরিচিত তারকাদের নাম। এবার নতুন লিস্টে নাম আসা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukan) একটি পুরনো ভিডিও ভাইরাল। বর্তমানে বলিউডে মহিলা সুপারস্টার হিসেবে দীপিকার নাম পরোক্ষভাবে জড়িয়ে পরছে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এগোনো মাদকচক্রের সাথে।
এনসিবি (NCB) যত তদন্তের গভীরে যাচ্ছে তত বিভিন্ন বলিউড তারকার নাম উঠে আসছে। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার ম্যানেজার করিশ্মা প্রকাশের (Karishma Prakash) মাদক সংক্রান্ত WhatsApp চ্যাট প্রকাশ্যে চলে এসেছে। স্বাভাবিকভাবেই প্রবল বিপাকে পড়েছেন বলিউডের অন্যতম ব্যস্ত এই অভিনেত্রী।
আরও পড়ুন : মণিকর্ণিকা থেকে সনুর নাম বাদ দিয়েছিলেন কঙ্গনা, বিস্ফোরক মন্তব্য সনু সুদের


সেই সাথে দীপিকার একটি পুরনো স্ট্যাটাস সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি নিজের স্বামী অভিনেতা রণবীর সিং কে বলছেন নিজের সুপার ড্রাগ! এনসিবি ইতিমধ্যেই সমন পাঠিয়েছে করিশ্মাকে। যদিও অভিনেত্রীর ম্যানেজার বর্তমানে এনসিবিতে হাজিরা দিতে পারছেন না কারণ তিনি দীপিকার সঙ্গেই গোয়াতে রয়েছেন। সেখানে করণ জোহরের একটি ছবি শুট করছেন অভিনেত্রী।
২০১৭ সালের ২৮শে অক্টোবর দীপিকা পাড়ুকোন মুম্বইয়ের কোকো পাবে যে হ্যালোউইন পার্টিতে হাজির হন, সেখানে যাওয়ার আগে করিশ্মা’র সঙ্গে তাঁর মাদক জোগাড় নিয়ে চ্যাট হয়। যেখানে করিশমা দীপিকাকে জানিয়েছিলেন তার কাছে হ্যাশ আছে। শুধু দীপিকা নন, ওই পার্টিতে সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মালহোত্রা সহ বেশ কিছু নামী দামী সেলিব্রিটিও উপস্থিত ছিলেন। ফলে দীপিকাই ওই পার্টির জন্য এই মাদকের ব্যবস্থা বা সংস্থান করেছিলেন কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্র মারফত খবর এনসিবি খুব শীঘ্রই দীপিকাকে সমন পাঠাবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যে।