দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সংগীতশিল্পী এস পি বালাসুব্রহ্মণ্যম আমাদের মধ্যে আর নেই। শেষ দেড় মাস ধরে করনা’র সাথে লড়াই করছিলেন তিনি। দেড় মাসেরও বেশি সময় ধরে হাসপাতালেই ভরতি ছিলেন তিনি। শুক্রবার ছিল শেষ লড়াই। অবশেষে প্রয়াত হলেন বিশিষ্ট এই সঙ্গীত শিল্পী।
উল্লেখ্য, গত ৫’ই আগস্ট চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভরতি করা হয় বিখ্যাত এই গায়ককে। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। ১৪’ই আগস্ট ভোরে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তরিত করা হযেছিল। এই দীর্ঘ দের মাস ধরে তাঁর আরোগ্য কামনায় অসংখ্য অনুরাগী প্রার্থনা করছিলেন।
প্রসঙ্গত, হসপিটাল সুত্রে খবর ছিল গত কয়েক সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হচ্ছিল। কিন্তু সম্প্রতি আবারও শারীরিক অবস্থার অবনতি হয়। এইভাবে চলতে চলতে গত সন্ধ্যায় হাসপাতালের তরফে জানানো হয়েছিল, তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। অসংখ্য অনুরাগী এই বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তারপর শুক্রবার সকালে হাসপাতলের তরফে জানানো হয়, তিনি তাঁর নিঃশ্বাস ত্যাগ করেছেন।
উল্লেখ্য, জাতীয় পুরস্কার জয়ী এই সংগীতশিল্পী দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডি ছবিতে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন দর্শকদের। এক সময় সলমন খানের কন্ঠ হিসাবেই বলিউডে তাঁর পরিচিতি হয় । নব্বইয়ের দশকে সলমন খানের মেয়নে প্যায়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌনের মতো সুপারহিট ছবিতে প্রতিটি গানেরই প্লে-ব্যাক করেছেন এস পি বালাসুব্রহ্মণ্যম। লতা মঙ্গেসকর সহ বলিউডের বহু গায়ক গায়িকা টুইটে শোক প্রকাশ করেছেন। ভারতের সঙ্গীত স সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।