দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিশ্বকাপের আসর থেকেই একটা বিষয় উল্লেখযোগ্যভাবে লক্ষণীয় যে মাঠে ব্যাট হাতে বিরাট কোহলি ব্যর্থ হলেই সমর্থকদের রোষানলে পড়েছেন অনুষ্কা শর্মা। এই যেমন গতকালের ম্যাচে খারাপ ফর্মের জেরে ঘটা ব্যাটিং ব্যর্থতা নিয়ে অনুষ্কাকে জড়িয়ে অশালীন মন্তব্য করেন সুনীল গাভাসকর। গাভাসকরের সেই বক্তব্য সোসাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে পড়লে আসর নামেন অনুষ্কা। তিনি প্রাক্তন ভারত অধিনায়ককে স্পষ্ট ভাষায় জানালেন, আপনার মন্তব্য ‘রুচিহীন’ ও ‘অশালীন’।


এই বিষয়ে শুক্রবার একটি ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা তাঁর একটি দীর্ঘ পোস্ট এ জানান, ‘ আমি জানাতে চাই যে, এটা সত্য যে মিস্টার গাভাসকর আপনার মন্তব্য রুচিহীন। তবে আমি এটাও ব্যাখ্যা করতে চাই যে আপনি কেন একজন স্ত্রী’কে তাঁর স্বামীর খেলার জন্য দোষারোপ করে এরকম জঘন্য মন্তব্য করছেন? আমি নিশ্চিত যে বছরের পর বছর ধরে খেলার বিষয়ে মন্তব্য করার সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। আপনার কি মনে হয় না যে আমার এবং আমাদের জন্যও একইরকম সম্মান দেখানো উচিত? আমি নিশ্চিত যে গতরাতে আমার স্বামীর পারফরম্যান্স নিয়ে মন্তব্য করার জন্য আপনি আরও অনেক শব্দ এবং বাক্য ব্যবহার করতে পারতেন, নাকি যখন আমার নাম ব্যবহার করেন শুধু তখনই আপনার শব্দগুলি প্রাসঙ্গিক হয় ?’
অনুষ্কা এও বলেন যে , ‘এটা ২০২০ এবং এখনও আমার জন্য এই বিষয়গুলি পালটানো না। কখন আমায় ক্রিকেটে ধরে টানাটানি করা এবং এরকম মন্তব্য করা বন্ধ করা হবে? শ্রদ্ধেয় মিস্টার গাভাসকর, আপনি একজন কিংবদন্তি। যাঁর নাম এই ভদ্রলোকের খেলায় খোদাই করা আছে। আমি শুধু এটা বলতে চাই যে আপনাকে এটা বলতে শুনে আমার কেমন অনুভূতি হয়েছিল।”
উল্লেখ্য, গতকাল বা বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভন পঞ্জাব ম্যাচে দু দুটো ক্যাচ মিস ও ব্যাটিং বিভ্রাটে দিনটা বিরাটের জন্য খুবই খারাপ ছিল। মাত্র পাঁচ বলে এক রান করে আউট হয়ে যান তিনি। আর এই ঘটনার সূত্রপাত ঘটে যখন সোশ্যাল মিডিয়ায় অভিজীত দীপকে নামক এক ব্যবহারকারীর পোস্ট করা একটি ভিডিয়ো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও’র নেপথ্যে ধারাভাষ্য দেওয়ার সময় গাভাসকরকে বলতে শোনা যায়, ‘যেহেতু লকডাউন ছিল, শুধু অনুষ্কার বোলিংয়ের অনুশীলন করেছে ও (বিরাট), ওই ভিডিয়োটা দেখুন। সেখানে কোনো প্রাইভেসিও ছিল না, পাশের অ্যাপার্টমেন্ট থেকে কেউ একজন ভিডিও করেছিল,এতে কিছুই হবে না।’
অনুষ্কার অভিযোগের পর গাভাসকরের সেই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। সবার একটাই বক্তব্য, গাভাসকরের মতো একজন কিংবদন্তি খেলোয়াড় কেনো অপর এক খেলোয়াড়ের খারাপ ফর্ম তুলে ধরার সময় সেই খেলোয়াড়ের স্ত্রীকে কথার প্রসঙ্গে টেনে আনবেন। এই মন্তব্যের জন্যে ব্যাপক সমালোচনার মুখে প্রাক্তন ভারত অধিনায়ক।
তবে এই ইস্যুতে অনেকেই আবার গাভাসকরের সমর্থনে এই দাবিও করেন যে, খারাপভাবে কথাটা বলতে বলতে চাননি তিনি। কেউ একজন বীরুষ্কার ব্যক্তিগত সময় কাটানোর জন্যে ঘরোয়া কৃকেট খেলার গোপন ভিডিও বানিয়ে সোসাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছিল। তবে ইন্সটাগ্রাম পোস্ট এ একটা জিনিস পরিষ্কার যে এই ‘কটাক্ষের’ বিষয়টি অনুষ্কা একেবারেই ভালোভাবে নেননি।