দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং একটি টুইট পোস্টে এই দাবি করেছেন যে তাঁকে সিবিআই এর ফরেনসিক টিমে কর্মরত এইমসের এক চিকিৎসক জানিয়েছেন প্রখ্যাত অভিনেতা সুশান্ত সিং কে গলা টিপে (Strangulation) হত্যা করা হয়েছিল।
যদিও বিকাশ সিং এর এই দাবি যথার্থ নয় বলে জানিয়েছেন এইমসের ফরেনসিক টিমের প্রধান।চিকিৎসক গুপ্ত এই বিষয়ে সাধারণ মানুষ ও সুশান্তের পরিবারকে একটু ধৈর্য ধরতে বলেছেন। চিকিৎসক গুপ্ত জানিয়েছেন যে ছবিতে যে গলায় দাগ দেখা যাচ্ছে তা থেকে এক্ষুনিই তাঁরা কোনও উপসংহারে পৌঁছাতে পারছেন না।
বর্তমানে সুশান্ত মৃত্যুর তদন্ত করছে সিবিআই, এনসিবি এবং এও শোনা যাচ্ছে যে এনআইএ এও এই তদন্তে অংশগ্রহণ করতে পারে। তবে সুশান্ত সিং এর মৃত্যু রহস্য উন্মোচনে এইমসের এই টিমের রিপোর্ট অনেকাংশে নির্ভরশীল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুধীর গুপ্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে হোমিসাইড বা সুইসাডের বিষয় শুধু মাত্র গলায় দাগ বা মৃত্যুর জায়গা দেখে বলা খুব শক্ত। ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকদের পক্ষেই এটি কঠিন কাজ, আর সাধারণ মানুষের পক্ষে তো সম্ভবই নয়। একমাত্র ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে সত্যটি উদঘাটন করা সম্ভব বলে তিনি জানান। যদিও এই অভিনেতার মৃত্যুতে পাওয়া যাবতীয় সুত্র, চুড়ান্ত পুলিশি গাফিলতির চিহ্ন বহন করছে আর যে কারণে মৃত্যুর প্রায় ৬০ দিন পর সিবিআই এই তদন্তের ভার গ্রহণ করে, ততদিনে অনেক সূত্র’ই লোপাট হয়ে গিয়েছে।
উল্লেখ্য,সুশান্তের বাবা প্রয়াত অভিনেতার বান্ধবীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা ঠুকেছেন। সেইসাথে টাকা তছরুপের অভিযোগও করেছেন তিনি। এই বিষয় নিয়ে দেখভালকারী আইনজীবী বিকাশ সিংয়ের অভিযোগ আত্মহত্যা কোনোভাবেই নয়, হত্যাই করা হয়েছে সুশান্তকে।
আজ টুইটারে তিনি আক্ষেপ করে বলেন যে কেন সিবিআই এই বিষয়কে আত্মহত্যার প্ররোচনার মামলা থেকে খুনের মামলায় বদলাচ্ছে না, সেটা তিনি বুঝতে পারছেন না। এইমসের এক চিকিৎসক তাঁকে ইতিমধ্যেই জানিয়েছেন যে এটি গলা টিপে হত্যা, আত্মহত্যা নয়। অন্যদিকে প্রয়াত অভিনেতার সুবিচারের জন্যে বৈশ্বিক ক্যাম্পেন চালানো সুশান্তের দিদি শ্বেতা এই টুইট শেয়ার করে বলেন যে “এত দিন ধরে ধৈর্য রেখেছি, আর কতদিন সময় লাগবে সত্যি উদঘাটন হতে।”
উল্লেখ্য, মুম্বাই পুলিশের হাত থেকে এই হত্যা রহস্যের তদন্ত সিবিআই এর হাতে আসার পরেই বর্তমানে মাদক কাণ্ডে জেলে রয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। এর পাশাপাশি একে একে বলিউডের অনেক প্রথম সারির নামও এই তদন্তে উঠে আসছে। দীপিকা পাডুকন কে সম্প্রতি সমন ও পাঠিয়েছে NCB। তবে এইমসের ফরেনসিক রিপোর্টের জন্যই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে সবাই।