দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ দীপিকাকে মুম্বইয়ের কোলাবার অ্যাপোলো বান্ডার গেস্ট হাউজ়ে জিজ্ঞাসাবাদ করা হবে, সে কারণে আজ সকাল ১০ টা নাগাদ নারকোটিকস কন্ট্রোল ব্যুরো’র (NCB) SIT অফিসে পৌঁছালেন দীপিকা পাডুকোন।
এই মামলার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে NCB-র বিশেষ তদন্তকারী দল এখানেই তাদের বেস তৈরি করেছে। উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় তদন্ত চলাকালীন রিয়ার মুখে উঠে আসে বেশ কয়েক জন অভিনেত্রীর নাম। প্রথমে সারা আলী খান ও রকুল প্রীত সিং এর নাম সামনে এলেও পড়ে করিশ্মা প্রকাশ ও জয়া সাহা’র হোয়াটস অ্যাপ চ্যাটে প্রকাশ্যে আসে দীপিকা পাডুকোনের নাম।
সংবাদমাধ্যমের চোখে ধূলো দিয়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই এনসিবির দফতরে পৌঁছে গেলেন দীপিকা। এদিন নিজের অ্যাপার্টমেন্ট থেকে এনসিবির দফতরের জন্য বার হতে হতে দেখা গেল না দীপিকাকে। সকাল থেকে ওত পেতে বসেছিল সংবাদমাধ্যমের ক্যামেরা। সময় যত গড়াতে থাকে, ততই জল্পনা দানা বাঁধে কোথায় আছেন দীপিকা?
সূত্রের খবর ভোর রাতেই দীপিকা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে যান দীপিকা, যাতে মিডিয়ার কড়া নজরদারি এড়াতে পারেন তিনি। এদিন সকাল ৯.৫০ মিনিটে একটি ধূসর রঙের ক্রেটা গাড়িতে করে আচমকাই এনসিবির দফতরে প্রবেশ করেন দীপিকা।
আজ, দীপিকা’র সাথে সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকেও জিজ্ঞাসাবাদ করবে NCB টিম। তাদের কেও সকাল ১০ টার সময়ে NCB অফিসে দেখা করতে বলা হলেও আজ শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খান সময় মত সেখানে পৌঁছান নি বলেই জানা গিয়েছে।
অন্যদিকে, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে আজ পুনরায় ডেকে পাঠানো হতে পারে। সূত্রের খবর, গতকাল অভিনেতা রকুল প্রীত সিংয়ের থেকে করিশ্মা প্রকাশকে বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। গাঁজা সেবন করার জন্য কেনা হয়েছিল কি না সে সম্পর্কে রকুল প্রীত সিং এবং করিশ্মা প্রকাশকে প্রশ্ন করে NCB ।
উল্লেখ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়া মাদক চ্যাটে দীপিকাকে করিশ্মার কাজ থেকেই নিষিদ্ধ মাদক চাইতে দেখা গিয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনও ছিলেন দীপিকা। ‘মাল হ্যায় ক্যায়া’ ম্যানেজারের উদ্দেশে এই কথা বলতে শোনা গিয়েছে দীপিকাকে। ২০১৭ সালের এই হোয়াটসঅ্যাপ চ্যাটে দীপিকা এও জানান- তাঁর ‘ হ্যাশ ‘ লাগবে , ‘ উইড ‘ নয় ।
ম্যানেজার করিশ্মাকে কোকোতে অনুষ্ঠিত পার্টির জন্য ড্রাগ জোগাড় করতে বলেছিলেন কিনা এনসিবির আধিকারিকদের এই প্রশ্নের উত্তর দিতে হবে দীপিকাকে। আজও ফের তলব করা হয়েছে করিশ্মাকে। সূত্রের খবর, প্রয়োজনে দু-জনকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে।
সুশান্ত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের সময়ই বলিউডের একাধিক তারকার মাদক-যোগে নাম জড়ায়। গ্রেপ্তারের আগে রিয়া চক্রবর্তী সারা আলি খান ও রকুল প্রীত সিং-সহ কয়েকজন তারকার নাম জানান বলে খবর। যদিও এই দাবি অস্বীকার করেছেন রিয়ার আইনজীবী।