দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সুশান্ত কান্ডে নতুন মোর। মাদক নিয়ে তোলপার বলিউড। মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে হাজির হন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর সেখানেই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এনসিবি।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ এবং দীপিকা নিজেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অংশ ছিলেন, যেখানে নিয়মিত মাদক সংক্রান্ত আলোচনা চলত। এখন NCB’র কাছে জেরায় প্রকাশ ওই গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকাই। আর সদস্য ছিলেন করিশ্মা।
এই তথ্য প্রকাশ্যে আসতেই মাদক সংক্রান্ত যে হোয়াটসঅ্যাপ চ্যাট সম্প্রতি প্রকাশ্যে এসেছিল সেখানে বহুল আলোচিত ‘ডি’ এবং ‘কে’ যে আসলে দীপিকা এবং করিশ্মারই সেই তথ্য ক্রমশ জোরালো হয়ে উঠছে। তবে এনসিবির কথায় অভিনেত্রী বেশিরভাগ প্রশ্নই এড়িয়ে গেছেন।
অন্যদিকে দীপিকার পাশাপাশি শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেত্রী সারা আলি খান সহ শ্রদ্ধা কাপুরকেও। এনসিবি সূত্রে জানা গেছে, রিয়া চক্রবর্তী’ই জিজ্ঞাসাবাদের সময় সারার নাম এনসিবিকে জানিয়েছিলেন। বর্তমানে, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়াতে মুম্বাইয়ের বাইকুল্লা জেলে রয়েছেন রিয়া ও তার ভাই শৌভিক সহ আর ও পাঁচ জন।