দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রুপোলি পর্দার মেগাস্টার শাহরুখ এখন রান্নাঘরে তেল হলুদে হাত রাঙাচ্ছেন, জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবটাই করছেন সুচারু ভাবে। আর স্ত্রীর জন্য এইটুকু তো করতেই হবে বাদশা’র। লকডাউনে নিজের হাতে গৌরীকে রান্না করেই খাইয়েছেন। এই রহস্যই এবার ফাঁস করলেন শাহরুখের পত্নী।
গৌরী একটি বিনোদন মাধ্যমকে বলেন করোনার জেরে বাইরে থেকে খাবার অর্ডার দিচ্ছিলেন না। এই অবস্থায় শাহরুখ মুশকিল আসান হয়ে গুরু দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন। শুধু তাই নয় লকডাউন জুরে পুরো পরিবারের জন্যই ‘এক সে বরকর এক’ সুস্বাদু খাবার রান্না করেছেন বাদশা।
উল্লেখ্য মার্চ মাসে লকডাউন শুরুর আগেভাগেই আমেরিকা থেকে দেশে ফেরে শাহরুখ-গৌরীর বড় ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা। এরপর থেকে তিন সন্তানকে নিয়ে মন্নতেই দিনে কেটেছে এই ‘মোস্ট ভ্যালুয়েবেল’ সেলেব্রিটি ফ্যামিলি’র।
ওই সাক্ষাতকারে গৌরী জানান,”লকডাউনের প্রথমদিকটাতে তো বাইরের খাবার অর্ডার দিতেও ভয় পাচ্ছিলাম। তাই ‘ঘর কা খানা’ তৈরি করছিল শাহরুখ নিজে এবং আমরা সবাই মিলে সেই খাবার এনজয় করেছি। ও ভালোবাসে রান্না করতে, আর আমি খেতেই বেশি ভালোবাসি।”


গৌরী আরও জানান যে আরিয়ান আপতত সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যায়ে কোর্স শেষ করেছে। শাহরুখ-গৌরীর সাধের মন্নতেই রয়েছে আস্ত একটা সিনেমা হল, সেখানেই সে সারাদিন বাড়ি বসে ওয়ার্ল্ড মুভিজ দেখে চলেছে। অন্যদিকে সুহানা নিজের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত। আর আব্রাহাম স্কুলে ফিরেছে। গৌরী এও বলেন যে “আব্রাহামের কাছে এটা খুব চ্যালেঞ্জিং। খুব নতুন। এটা শুরুর দিকে বাচ্চাদের জন্য খুব কঠিন ছিল..এই বয়সে। তবে ও খাপ খাইয়ে নিচ্ছে। আমরা সবাই একসঙ্গে অনেকটা সময় কাটাচ্ছি।”
উল্লেখ্য, লকডাউন চলাকালীন বাড়ি বসেই বিজ্ঞাপনী শ্যুট সেরেছেন শাহরুখ। মন্নতের ব্যালকনিতে পাপারাতজিদের ক্যামেরায় ধরা পরেছেন অনেকবার। এর পাশাপাশি করোনা সংকটের জন্যে অর্থ সংগ্রেহর লক্ষ্যে আয়োজিত আই ফর ইন্ডিয়ার কনাসার্টেও আব্রাহামকে নিয়ে যোগ দিয়েছেন শাহরুখ।
প্রসঙ্গত বক্স অফিসে কিং খানের শেষ ছবি ২০১৮-য় মুক্তি পাওয়া ছবি ‘জিরো’। এই ছবি বক্স অফিসে চুড়ান্ত ব্যর্থ। আর তারপর থেকেই নতুন কোনও ছবির ঘোষণা করেননি শাহরুখ খান। যদিও সূত্র মারফত জানা গিয়েছে যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ এবং তামিল পরিচালক আটলির পরবর্তী ছবি ‘সানকিতে’ও থাকছেন শাহরুখ। ওই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন এই মূহুর্তে মাদক নিয়ে তোলপাড় কাণ্ডে NCB’র স্ক্যানারে থাকা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।