দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবার শুটিং ফ্লোরে ফিরলেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। এবার তিনি সিনেমার শুটিংয়ের জন্য উড়ে গেলেন লন্ডন। আসলে সায়ন্তন ঘোষালের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘স্বস্তিক সংকেত’ সিনেমা। আর এতে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন নুসরাত জাহান। এই ফিল্ম এ তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ ও শ্বাশ্বত চট্টোপাধ্যায়ও।
রবিবার সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে নুসরাত ও গৌরবকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন রুদ্রনীল। ছবিতে কলকাতা এয়ারপোর্টে তাদের তিনজনকে দেখা গিয়েছে। রুদ্রনীল মজার ছলে ছবির ক্যাপশনে লেখেন, ‘কুইন এলিজাবেথ ডাকলেন তাই না করতে পারলাম না। লকডাউনের পর প্রথম আউটডোর।’


এদিকে অভিনেত্রীর মতে, “একেরবারেই ভিন্ন ধারার একটি চিত্রনাট্য এটি। আমাকে এমন চরিত্রে আগে কেউ দেখেননি। আশা করছি, স্বাস্থ্যবিধি ও সকল নির্দেশনা মেনে আমরা যেন কাজ করে ফিরতে পারি।”
জানা গিয়েছে, লন্ডনে এই সিনেমার প্রথম লটের শুটিং হবে। আর শেষ অংশের দৃশ্যায়ণ হবে কলকাতা শহরে। দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস ‘নরক সংকেত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘স্বস্তিক সংকেত’ সিনেমাটি।