দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড বা টলিউড কারোরই সময় ভাল যাচ্ছে না। এবার আরও একটি নতুন খবরে শঙ্কার ঘন মেঘ নেমেছে টলিউডে । এবার কোভিড-১৯ পজিটিভ অভিনেতা সোহম চক্রবর্তী। টলিপাড়া সূত্রের খবর, বাইপাসের ধারে অবস্থিত এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা তথা এই তৃণমূল নেতা।
উল্লেখ্য, গত সোমবার রুটিন করোনা পরীক্ষা করান এই জনপ্রিয় ও প্রথম সারির টলি অভিনেতা। সেই পরীক্ষাতেই সোহমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দেরি না করে ওইদিনই অ্যাপেলো হাসপাতালে ভর্তি হয়েছেন সোহম। তবে তিনি উপসর্গহীন নন, সামান্য উপসর্গ দেখা দেওয়ার পরেই তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। তবে হাসপাতাল সুত্র ছাড়া করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি সোহম বা তাঁর টিম।
আসলে সোহমের শারীরিক পরিস্থিতি খুব বেশি উদ্বেগজনক নয়। তবুও কোনওরকম ঝুঁকি নিতে চান না তিনি, সেই কারণেই হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে অভিনেতার স্ত্রী ও দুই পুত্র’র করোনার রিপোর্ট যদিও নেগেটিভ। সোহমের শ্বাস সংক্রান্ত সমস্যা রয়েছে কিনা তা জানা যায় নি। তবে সুগারের সমস্যা রয়েছে।
প্রসঙ্গত, টলিউডের একাধিকবার হানা দিয়েছে করোনা। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, স্বামী নিসপাল রানে সহ বাবা তথা অভিনেতা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিকের। এই অতিমারীর কবলে পড়তে হয়েছে নীল ভট্টাচার্য,দেবযানী চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তীদেরও।
অন্যদিকে রবিবার করোনা আক্রান্ত হওয়ার খবর জানান টলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার তথা রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন।