দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: উত্তরপ্রদেশের কুখ্যাত মির্জাপুর। আর এই অঞ্চলকে কেন্দ্র করেই আমাজন প্রাইম ইন্ডিয়ার অন্যতম চর্চিত এবং প্রশংসিত ওয়েব সিরিজ মির্জাপুরের দু-নম্বর সিজন মুক্তি পাচ্ছে এই অক্টোবরেই। এই সিরিজ মুক্তির তারিখ আগেই মোশন গ্রাফিক্স এ সামনে এসেছিল, এই বৃহস্পতিবার জানা গেল কবে সামনে আসবে মির্জাপুর ২-এর ট্রেলার। নতুন টিজার ভিডিয়ো রিলিজ করে সেই খবর দিলেন পর্দার কালীন ভাইয়া ও মুন্না।
জনপ্রিয়তার নিরিখে এই ওয়েব সিরিজ একদম শীর্ষ সারিতে। এই ক্রাইম থ্রিলারের প্রথম পর্ব দর্শকদের মনে আজও উজ্জ্বল। উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ নভেম্বর মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম পর্ব। তাই স্বাভাবিক ভাবেই সিজন ২ নিয়ে উন্মাদনা ও অপেক্ষা তুঙ্গে ছিল। এই ওয়েব সিরিজের বড় পরপতি এর সংলাপ ও চরিত্রদের অনবদ্য অভিনয়।
প্রথম সিজনে অভিনয়ের পাঞ্চে পঙ্কজ ত্রিপাঠী আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, বিক্রান্ত মেসি, রসিকা দুগ্গল,দিব্যেন্দু শর্মা এবং কুলভূষণ খারবান্দারাপঙ্কজ ত্রিপাঠী আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, বিক্রান্ত মেসি, রসিকা দুগ্গল,দিব্যেন্দু শর্মা এবং কুলভূষণ খারবান্দারা দর্শকদের মন জয় করেছিলেন। এমনকি এই সিরিজকে ঘিরে উন্মাদনার ঝড় এতটাই প্রবল যে ওই সময় আরও বেশ কয়েকটি বিগ বাজেট প্রোজেক্টের মুক্তি বর্তমানে পিছিয়ে যেতে বসেছে বলে সূত্রের খবর।
ইতিমধ্যেই তারিখ ঘোষিত হয়ে গিয়েছে। ২৩ অক্টোবর মুক্তি পাবে মির্জাপুর সিজন ২। মির্জাপুরের মোট মিথে রূপান্তরিত হওয়া ওয়েব সিরিজের সাথে ওই একই দিনে মুক্তির লড়াইতে নেমে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলার সাহসটা কেউই দেখাচ্ছেন না।
শুধু তাই নয়, ওটিটি প্লাটফর্ম আমাজনের তরফ থেকেও ওই দিন আর কোনও সিরিজ বা ছবির মুক্তি রাখা হয়নি, তাই সোলো রিলিজ হবে মির্জাপুর। গুরমিত সিং এবং মিহির দেশাইয়ের পরিচালনায় গত ২০১৮ তে এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিরিজটির প্রথম সিজন রিলিজ করেছিল। রাজনীতি থেকে শুরু করে প্রশাসনের ব্যার্থতা, জাতপাতের রাজনীতি ইত্যাদির মশলায় তৈরি ওয়েব সিরিজের সফলতা মিলতেই দ্বিতীয় সিজনের মুক্তির অপেক্ষায় দেশ জুড়ে উন্মাদনার প্রহর গোনার পালা শুরু হয়েছিল।
এখনও পর্যন্ত এই ওয়েব সিরিজের যা রিভিউ, তাতে এটা পরিষ্কার যে কোনও বড় ব্লকবাস্টার প্রোজেক্টকে কড়া প্রতিযোগিতায় ফেলার ক্ষমতা রাখে মির্জাপুরের মত তুখোড় ওয়েব সিরিজ। টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজের প্রতিটি সেকেন্ডকে তারিয়ে তারিয়ে উপভোগ করতে আবারও প্রস্তুত দর্শকরা।